নয়াদিল্লি, 04 ডিসেম্বর: আতঙ্ক বাড়িয়ে স্থলভাগে ঢুকে পড়লেও, ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad Updates) । রবিবার ওড়িশার পুরীতে আছড়ে পড়ার সঙ্গে (Cyclone Jawad Landfall in Puri) সঙ্গেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে ভারতীয় মৌসম বিভাগ (আইএমডি) (India Meteorological Department) । তার প্রভাবে ভারী বৃষ্টি হলেও ঘূর্ণিঝড়ের দাপটে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তা থেকে কিছুটা হলেও রক্ষা মিলবে বলে আশাবাদী তারা ।
শনিবার সকাল সাড়ে 5টা নাগাদ অন্ধ্র্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 230 কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ সেই সময় পুরী থেকে তার দূরত্ব ছিল 410 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৷ আইএমডি-র প্রকাশিত লিখিত বিবৃতিতে বলা হয়, ‘‘উত্তর দিকে যত এগোবে, আগামী 12 ঘণ্টায় ততই দুর্বল হয়ে পড়বে জাওয়াদ ৷ 5 ডিসেম্বর দুপুরে ওড়িশার পুরীতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ ততক্ষণে ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হবে ৷ ওড়িশা উপকূল ধরে বাংলার দিকে যত এগোবে, আরও শক্তি হারাবে ৷’’
আরও পড়ুন:Express Trains Cancelled : ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন