নয়াদিল্লি, 24 অক্টোবর:উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হল হামুন ৷ মঙ্গলবার দেশের আবহাওয়া বিভাগ (আইএমডি) এ কথা জানিয়েছে ৷ এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইরান ৷ হামুন একটি ফার্সি শব্দ, যার অর্থ অভ্যন্তরীণ মরুভূমির হ্রদ ৷
আইএমডি মঙ্গলবার তাদের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) জানিয়েছে, "আগামী 6 ঘণ্টার মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড় অর্থাৎ ভেরি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম (ভিএসসিএস)-এ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে । তারপরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় ধীরে ধীরে দুর্বল হয়ে 25 অক্টোবর সন্ধ্যার দিকে খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে, তখন বাতাসের গতিবেগ হবে 65-75 কিমি প্রতি ঘণ্টা ৷"
দেশের আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, "তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়র সাইক্লোনিক স্টর্ম হামুন 21 কিমি প্রতি ঘণ্টা গতিতে উত্তর-পূর্ব দিকে সরে গিয়েছে এবং ভারতীয় সময় ভোর সাড়ে 5টাতে কেন্দ্রীভূত হয়েছে ৷ 24 অক্টোবর একই অঞ্চলে পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় 230 কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, দিঘা (পশ্চিম) থেকে 240 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে (পশ্চিমবঙ্গ), খেপুপাড়া (বাংলাদেশ) থেকে 280 কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে রয়েছে ৷"