নয়াদিল্লি, 9 অক্টোবর:পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার দিনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ৷ সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধি সাফ জানান, পার্টির ওয়ার্কিং কমিটি দেশব্যাপী জাতি শুমারির ধারণাকে সমর্থন করার জন্য সর্বসম্মতভাবে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ৷ একই সঙ্গে, জোরের সঙ্গে এদিন রাহুল জানান, গোটা দেশে কংগ্রেস শাসিত রাজ্যে এই জাতি শুমারি হবে ৷ এদিন যে সিদ্ধান্তকে শক্তিশালী পদক্ষেপ বলেও চিহ্নিত করেছেন রাহুল। একই সুর শোনা গিয়েছে সোনিয়া গান্ধির গলাতেও ৷
কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি আস্থা প্রকাশ করে জানান, 'ইন্ডিয়া' জোটের সবকটি পক্ষই এবং অবিজেপি সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলই জাতি শুমারিকে সমর্থন করবে ৷ কেন্দ্রের উপর তারা চাপ দেবে বলেও আশা করেছেন রাহুল। এর সঙ্গেই রাহুল জানান, এই প্রসঙ্গে যদি কোনও দলের ভিন্ন মত থাকে, তবে সেক্ষেত্রে তা নিয়ে আলোচনা হতেই পারে ৷ রাহুলের দাবি, কংগ্রেস ফ্যাসিবাদী নয় ৷ দল যথেষ্ট নমনীয় ৷ সুতরাং আলোচনা হতেই পারে ৷ অন্যদিকে, সোনিয়া বলেন, "'আমি 100 শতাংশ জাত শুমারির পক্ষে ৷ এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ৷"
চারটি রাজ্যে দলের মুখ্যমন্ত্রীদের পাশে দাঁড়িয়ে এদিন রাহুল জানান, জাতি শুমারিকে সমর্থন করার জন্য ওয়ার্কিং কমিটি-এর সিদ্ধান্ত দরিদ্র মানুষের স্বার্থের জন্য একটি অত্যন্ত প্রগতিশীল এবং দৃঢ় পদক্ষেপ হতে চলেছে। জাতি শুমারির ধারণা সম্পর্কে কথা বলতে গিয়ে এদিন প্রাক্তন কংগ্রেস প্রধান বলেন, "এই 'এক্স-রে' আদতেই দেশের নতুন দৃষ্টান্ত এবং উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন।" এর আগে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলীয় কর্মীদের সমন্বয়, শৃঙ্খলা এবং ঐক্যের ভিত্তিতে কাজ করতে এবং পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য যাবতীয় মতভেদ-দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে সর্বশক্তি প্রয়োগ করে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন ৷