মুম্বই, 13 নভেম্বর: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Mumbai Airport) অভিযান চালিয়ে 61 কেজি সোনা (61 kg gold) বাজেয়াপ্ত করলেন শুল্ক বিভাগের আধিকারিকরা ৷ যার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় 32 কোটি টাকা ৷ 11 নভেম্বরের ঘটনা ৷ একদিনে বিমানবন্দর থেকে এত বিপুল মূল্যের জিনিস বাজেয়াপ্ত করার ঘটনা এই প্রথম (Gold Seized in Mumbai Airport)৷ রবিবার এ কথা জানিয়েছেন এক আধিকারিক ৷ দুটি পৃথক ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন মহিলা ৷
মুম্বই বিমানবন্দরে কাস্টমসের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ মূল্যের জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করেছেন এক আধিকারিক । প্রথম অভিযানে তানজানিয়া থেকে ফিরে আসা চার ভারতীয়ের থেকে 1 কেজি সোনার বার পাওয়া যায় ৷ এই সোনা একাধিক পকেট-সহ বিশেষভাবে ডিজাইন করা বেল্টে লুকনো ছিল বলে এক আধিকারিক জানিয়েছেন ৷
এ ছাড়াও কয়েকজন যাত্রীর পরে থাকা বেল্টের থেকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে আনা 53 কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ যার মূল্য ভারতীয় অর্থে 28.17 কোটি টাকা ৷ ট্রানজিটের সময় দোহা বিমানবন্দরে সুদানের এক নাগরিকের থেকে ওই বেল্টগুলি অভিযুক্ত যাত্রীদের কাছে হস্তান্তর করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় চার যাত্রীকে গ্রেফতার করা হয় ৷ আদালত তাঁদের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ।
আরও পড়ুন:বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার 6 কোটি টাকার সোনা, গ্রেফতার 4
একইভাবে একই দিনে শুল্ক বিভাগের কর্মকর্তারা দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে 3.88 কোটি টাকা মূল্যের 8 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে । দুই নারী-সহ তিনজন মোমের আকারে গোল্ড ডাস্ট নিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ সফরকারীদের পরা জিন্সের কোমরে সোনা লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক বিভাগের আধিকারিক । এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে একজন মহিলার বয়স 60 বছর ৷ তিনি হুইলচেয়ারে ছিলেন ৷ এই তিনজনকেও বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত ৷