বেঙ্গালুরু, 16 অগস্ট: মলদ্বারে লুকিয়ে সোনার বিস্কুট পাচারের চেষ্টার অভিযোগ ৷ বেঙ্গালুরু বিমানবন্দরে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে আটক এক যাত্রী । ওই ব্যক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 600 গ্রাম ওজনের 30টি সোনার বিস্কুট ৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ স্বাধীনতা দিবসে এয়ার এশিয়ার একটি বিমান কলকাতা থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এ অবতরণ করে। আয়কর বিভাগের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকদের কাছে আগে থেকে খবর ছিল যে, ওই বিমানে অবৈধ সোনা নিয়ে যাচ্ছেন এক যাত্রী। সেই তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি বেঙ্গালুরু বিমানবন্দরে নামতেই তাকে আটক করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয় । তল্লাশিতে দেখা যায়, অভিযুক্ত তাঁর মলদ্বারে লুকিয়ে সোনার বিস্কুট পাচার করছিলেন। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করা হয় এবং তাঁর কাছ থেকে 600 গ্রাম ওজনের 30টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় ।
প্রসঙ্গত, এর আগে 13 অগস্ট হায়দরাবাদ বিমানবন্দর থেকে 8 কেজি সোনা-সহ 4 বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। শনিবার রাতে ব্যাংকক, দুবাই এবং শারজা থেকে আসা তিনটি বিমানের 4 জন যাত্রীর কাছে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয় । যার আনুমানিক বাজারমূল্য ছিল 4 কোটি 86 লক্ষ টাকা ৷ এমনটাই জানিয়েছিলেন হায়দরাবাদ বিমানবন্দরের শুল্ক দফতরের এক আধিকারিক । তিনি জানিয়েছিলেন, ব্যাংকক থেকে আসা বিমানেই দু'জন যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ সোনা লুকিয়ে ভারতের বাজারে আনা হচ্ছিল বলে জানানো হয় ।
আরও পড়ুন:প্রায় 5 কোটি মূল্যের 8 কেজি সোনা-সহ গ্রেফতার 4 বিদেশি
ব্যাংকক থেকে আসা বিমানের 2 যাত্রীর কাছে প্রায় 4 কেজি সোনা উদ্ধার হয়েছে ৷ যার আনুমানিক বাজারমূল্য 1 কোটি 21 লক্ষ 34 হাজার টাকা । ওই একই বিমানে আরেক যাত্রী 1 কেজি 780 গ্রাম সোনা নিয়ে ভারতে এসেছিলেন বলে অভিযোগ । এর বাজারমূল্য 1 কোটি ৪ লক্ষ 81 হাজার 165 টাকা । ওই রাতে শারজা এবং দুবাই থেকে দু'টি বিমান হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। সেই দুই বিমানের দুই যাত্রীর থেকেও 4 কেজির বেশি সোনা পাওয়া গিয়েছিল ।