মুম্বই, 5 ডিসেম্বর: গত কয়েক মাসে মুম্বই বিমানবন্দরে সোনা পাচারের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে ৷ সেই মুম্বই বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতরের আধিকারিকরা ৷ বিমানের শৌচাগার ও জামাকাপড়ের ভিতরে সোনা লুকিয়ে নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ অভিযান 4 কেজি 712 গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ (Customs Department Seized 4 kg 712 Grams Gold in Mumbai Airport) ৷ এখনও পর্যন্ত সোনার বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
দু’দিন আগে মুম্বই বিমানবন্দরে তল্লাশিতে 1 কোটি 17 লক্ষ টাকা মূল্যের আড়াই কেজি সোনা বাজেয়াপ্ত করেছে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ৷ এই ঘটনায় দক্ষিণ মুম্বইয়ের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনার রেশ কাটার আগেই মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের তল্লাশিতে আড়াই কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যেখানে মোট 4 কেজি 712 গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর ৷ এই অভিযান চালানো হয় রবিবার রাতে ৷ বিমানের টয়লেটে ছেলেকে লুকিয়ে রেখে এবং পোশাকের ভিতরে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে আসা হচ্ছিল ৷ শুল্ক দফতরের এই অভিযানে 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ কোথা থেকে এত টাকা এল, পুলিশ তা জানতে তদন্ত শুরু করেছে ৷