নুহ (হরিয়ানা), 1 অগস্ট: ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল স্থানীয় প্রশাসন ৷ পাশাপাশি সংঘর্ষের ঘটনায় হরিয়ানার নুহ জেলায় 144 ধারা জারি করল কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার এখানে বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিলকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ 8 ব্যাটেলিয়ন আধা-সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে এলাকায় ৷ বাতিল হয়েছে পরীক্ষা ৷
দুই গোষ্ঠীর মধ্যে হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন দু'জন হোমগার্ড ৷ আহত বহু ৷ এই অবস্থায় 2 অগস্ট পর্যন্ত নুহ জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডেপুটি কমিশনার প্রশান্ত পানওয়ার ৷ মঙ্গলবার হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান, নুহ জেলায় কার্ফু জারি করা হয়েছে ৷ যদিও নতুন করে কোনও হিংসার ঘটনা ঘটেনি ৷ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷
ডেপুটি কমিশনার প্রশান্ত পানওয়ার বলেন, "পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷" তিনি জানান, নুহ-সহ রাজ্যের 5টি জেলায় কার্ফু জারি করা হয়েছে ৷ সবাইকে শান্তি বজার রাখার বার্তা দিয়েছেন তিনি ৷ আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে ৷ সংঘর্ষের ঘটনা সম্পর্কে নুহের ভারপ্রাপ্ত এসপি নরেন্দ্র বিজারনিয়া জানান, নুহের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷