সম্বলপুর (ওড়িশা), 15 এপ্রিল: ওড়িশার সম্বলপুর শহরে কার্ফু জারি করল জেলা প্রশাসন ৷ হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার অশান্ত হয়ে ওঠে সম্বলপুরের বিভিন্ন এলাকা ৷ পরিস্থিতি সে সময় খানিকটা সামাল দেওয়া হলেও রাতে ফের অশান্ত হয়ে ওঠে সম্বলপুর ৷ এক যুবকের মৃত্যু পর্যন্ত হয় ৷ তারপরই প্রশাসনের তরফে শনিবার সকাল থেকে জরুরি ভিত্তিতে কার্ফু জারি করা হয়েছে ৷ সম্বলপুরের সহকারী জেলাশাসক প্রভাস চন্দ্র দন্ডসানা এই নির্দেশ লাগু করেছেন ৷
সম্বলপুরের সহকারী জেলাশাসক জানিয়েছেন, ভারতীয় দন্ডবিধির ফৌজদারি ধারা 144 (1) জারি করা হয়েছে ৷ ফলে ব্যক্তিগতভাবে বা দলগতভাবে কেউ কার্ফু চলাকালীন বাড়ির বাইরে বেরতে পারবেন না ৷ একমাত্র জরুরি পরিস্থিতিতেই বাড়ির বাইরে যাওয়া যাবে ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের পরিচয়পত্র এবং তথ্যপ্রমাণ সঙ্গে রাখতে হবে ৷ পাশাপাশি, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জন্য দিনে 2 ঘণ্টা করে চার ঘণ্টার ছাড় দেওয়া হয়েছে ৷ সকাল 8টা-10টা পর্যন্ত এবং বিকেল সাড়ে 3টে থেকে সাড়ে 5টার মধ্যে লোকজনকে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ি ঢুকে যেতে হবে ৷
সম্বলপুর শহরে কার্ফু জারির সরকারি বিজ্ঞপ্তি জেলাশাসকের দফতর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, "কোনও ব্যক্তি বা গোষ্ঠী বাড়ি থেকে বের হতে পারবে না ৷ এর উদ্দেশ্য সম্বলপুর শহরের ধানুপালি থানা, ক্ষেত্ররাজ থানা, অনিতাপালি থানা, বারেইপালি থানা এবং সদর থানা এলাকায় শান্তি ব্যবস্থা ফিরিয়ে আনা যায় ৷ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে ৷" এই সময়ে কোনও মেডিক্যাল এমার্জেন্সি হলে, তার জন্য প্রশাসনের তরফে নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ সেই নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন নাগরিকরা ৷ হেল্পলাইন নম্বর- 7655800760
আরও পড়ুন:হনুমান জয়ন্তীতে অশান্তি, সম্বলপুরে বন্ধ ইন্টারনেট
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হনুমান জয়ন্তী উপলক্ষ্যে বেরনো শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে সম্বলপুরের বিভিন্ন এলাকা ৷ গাড়ি ভাঙচুর, দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া, ইট ছোড়া, মারধরের মতো ঘটনা ঘটে ৷ যে ঘটনায় বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে সাধারণ নাগরিক এবং সরকারি সম্পত্তির ৷ পরিস্থিতি ক্ষণিকের জন্য নিয়ন্ত্রণে এলেও, রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে সম্বলপুর ৷ যে ঘটনায় এক যুবকের মৃত্যু হয় ৷ এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন কার্ফু জারি করেছে ৷