পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cry PM Pay CM: হ্য়াশট্যাগ ক্রাই পিএম পে সিএম, মোদিকে ডিজিটাল আক্রমণ কংগ্রেসের - মল্লিকার্জুন খাড়গে

কর্ণাটকের নির্বাচনে বিজেপিকে ডিজিটাল আক্রমণ কংগ্রেসের ৷ টুইটারে ট্রেন্ডিং হ্য়াশট্যাগ ক্রাই পিএম পে সিএম ৷ প্রিয়াঙ্কা গান্ধি বঢরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণের পর থেকেই টুইটারে ট্রেন্ডিং এই চারটে শব্দ ৷

Priyanka Gandhi jibes at PM Modi
Priyanka Gandhi jibes at PM Modi

By

Published : May 1, 2023, 2:44 PM IST

হায়দরাবাদ, 1 মে: হ্য়াশট্যাগ ক্রাই পিএম পে সিএম ৷ আপাতত এই চারটে শব্দ ট্রেন্ডিং টুইটারে ৷ রবিবার কর্ণাটকের বাগালকোটে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করার পর থেকে এই চারটে শব্দ টুইটারে ট্রেন্ডিং হওয়া শুরু হয়েছে ৷ এই হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকে লিখেছেন যে প্রধানমন্ত্রীকে যোগ্য জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা ৷

প্রসঙ্গত, পুরো বিতর্কের সূত্রপাত দিনকয়েক আগে ৷ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে বিষধর সাপ বলে উল্লেখ করেন ৷ যার জবাবে প্রধানমন্ত্রী জানান, তাঁকে 91 বার কটূক্তি করা হয়েছে বিরোধীদের তরফে ৷ শনিবার প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন ৷ আর রবিবার দক্ষিণ ভারতের ওই রাজ্য়ের এক নির্বাচনী জনসভা থেকে পালটা তোপ দাগেন প্রিয়াঙ্কা ৷

তিনি দাবি করেন যে জনজীবনে থাকতে গেলে এমন আক্রমণের মুখোমুখি হতেই হবে ৷ মোদি জনগণের সামনে শুধু কান্নাকাটি করেন বলেও কটাক্ষ করেন কংগ্রেসের এই নেত্রী ৷ তার পরই টুইটারে ক্রমশ ট্রেন্ডিং হতে শুরু করে হ্যাশট্যাগ ক্রাই পিএম পে সিএম ৷ এই নিয়ে ভিডিয়ো, মিম-সহ নানা পোস্ট হতে থাকে ৷

সেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসলে কান্নাকাটি করে কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছেন ৷ কারণ, এবার ওই রাজ্যে বিজেপির জয়ের কোনও সম্ভাবনা নেই ৷ যদিও বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই দাবি করেন, কংগ্রেস এবার কর্ণাটকে জিততে পারবে না তাই মোদিকে কটাক্ষ করেছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কর্ণাটকে আগামী 10 মে বিধানসভা নির্বাচন ৷ আগামী 13 মে ভোটের ফল প্রকাশ করা হবে ৷ ফলে নির্বাচনী প্রচারে বাকি রয়েছে হাতে গোনা কয়েকটি দিন ৷ তার আগে ওই রাজ্যে বাড়ছে নির্বাচনী উত্তাপ ৷ যুযুধান সবপক্ষই একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছে ৷ পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে পরাস্ত করার প্রচেষ্টাও চালাচ্ছে কংগ্রেস, বিজেপি, জেডিএস ৷ তবে এক্ষেত্রে কংগ্রেস ও বিজেপি সবচেয়ে বেশি সক্রিয় ৷

আরও পড়ুন:প্রধানমন্ত্রী মোদিকে রাহুলকে দেখে শেখার পরামর্শ প্রিয়াঙ্কার

ABOUT THE AUTHOR

...view details