হায়দরাবাদ, 1 মে: হ্য়াশট্যাগ ক্রাই পিএম পে সিএম ৷ আপাতত এই চারটে শব্দ ট্রেন্ডিং টুইটারে ৷ রবিবার কর্ণাটকের বাগালকোটে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করার পর থেকে এই চারটে শব্দ টুইটারে ট্রেন্ডিং হওয়া শুরু হয়েছে ৷ এই হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকে লিখেছেন যে প্রধানমন্ত্রীকে যোগ্য জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা ৷
প্রসঙ্গত, পুরো বিতর্কের সূত্রপাত দিনকয়েক আগে ৷ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে বিষধর সাপ বলে উল্লেখ করেন ৷ যার জবাবে প্রধানমন্ত্রী জানান, তাঁকে 91 বার কটূক্তি করা হয়েছে বিরোধীদের তরফে ৷ শনিবার প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন ৷ আর রবিবার দক্ষিণ ভারতের ওই রাজ্য়ের এক নির্বাচনী জনসভা থেকে পালটা তোপ দাগেন প্রিয়াঙ্কা ৷
তিনি দাবি করেন যে জনজীবনে থাকতে গেলে এমন আক্রমণের মুখোমুখি হতেই হবে ৷ মোদি জনগণের সামনে শুধু কান্নাকাটি করেন বলেও কটাক্ষ করেন কংগ্রেসের এই নেত্রী ৷ তার পরই টুইটারে ক্রমশ ট্রেন্ডিং হতে শুরু করে হ্যাশট্যাগ ক্রাই পিএম পে সিএম ৷ এই নিয়ে ভিডিয়ো, মিম-সহ নানা পোস্ট হতে থাকে ৷