ছত্তিশগড়, 9 জানুয়ারি: ছত্তিশগড়ের সুকমা যা মাওবাদী অধুষ্যিত অঞ্চল হিসাবেই পরিচিত (CRPF organises mass marraige in Maoist infested Sukma)৷ সর্বদাই শোনা যেত সিআরপিএফ জওয়ানের ভারী বুটের শব্দ ৷ গ্রামবাসীরা সর্বদা তটস্থ থাকত কখনও কী ঘটে ৷ এবার সিআরপিএফের মানবিক রূপ দেখল সুকমার বাসিন্দারা (Sukma News)৷ চেনা ছন্দ ছেড়ে এদিন অন্যরূপে তাঁদের দেখা গিয়েছে ৷ কোনও জওয়ান ছিলেন কনের ভাই আবার কোনও জওয়ান তোড়জেড় করছিলেন বোনের বিয়ের ৷
রবিবার ছত্তিশগড়ের সুকমায় সিআরপিএফ জওয়ানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল গণবিবাহের (CRPF) ৷ 12 জন যুবক-যুবতী এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ শুধু মাত্র বিবাহের আয়োজন নয়, শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিআরপিএফ এবং ম্য়াক্স লাইফ ইন্সিয়োব়্যান্সের অধিকারিকরা ৷ স্থানীয় সুকমা মিনি স্টেডিয়ামে এই বিবাহের আয়োজন করা হয়েছিল ৷