রাঁচি, 11 জানুয়ারি: আবারও মাওবাদী হামলার (Maoist Attack) শিকার হতে হল সিআরপিএফ জওয়ানদের (CRPF Jawans) ৷ বুধবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) মাওবাদী অধ্যুষিত চাইবাসা শহরে (Chaibasa Town) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিনের হামলায় অন্তত পাঁচজন জওয়ান আহত হয়েছেন ৷ এদিন চাইবাসায় মাওদমন অভিযান চলছিল ৷ সেই সময় হঠাৎই আইইডি বিস্ফোরণ (IED Blast) ঘটে ৷ তার জেরেই আহত হন পাঁচ জওয়ান ৷ স্থানীয় টন্টো থানা (Tonto Police Station) এলাকার সারজান বুরুতে (Sarjan Buru) আক্রান্ত হন তাঁরা ৷ সঙ্গে সঙ্গে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাঁচি নিয়ে আসার বন্দোবস্ত করা হয় ৷ বাহিনীর পক্ষ থেকে তাঁদের এয়ারলিফট করে রাজধানী শহরে আনা হয় ৷
উল্লেখ্য, দিন কয়েক আগেই ধানবাদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ৷ সেই বিস্ফোরণে চারজন গুরুতরভাবে জখম হন ৷ স্থানীয় একটি সবজি বাজারে এই বোমা ছোড়া হয় ৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি বাইকে সওয়ার হয়ে ওই বাজারে এসেছিলেন ৷ তাঁর বাইকে প্রচুর পরিমাণে বিস্ফোরক রাখা ছিল ৷ তিনিই বাজারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন ৷ এদিকে, সরকার পক্ষের দাবি, রাজ্য তথা দেশে মাওবাদীদের দাপাদাপি কমছে ৷ অথচ, মাওবাদী অধ্যুষিত ঝাড়খণ্ডে লাগাতার হামলার ঘটনা ঘটছে ৷ এ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷