দিল্লি, 26 ফেব্রুয়ারি: পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তির স্মৃতি যাতে পুনরায় ফিরে না আসে সেজন্য কাশ্মীরের সিআরপিএফ জওয়ানদের জন্য এমআই- 17 বিমান পরিষেবা চালু করল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে সব সিআরপিএফ জওয়ানরা ছুটিতে যাবেন তাদের কাছাকাছির গন্তব্যে পৌঁছে দিতে এমআই-17 হেলিকপ্টার ব্যবহার করা হবে, আইডি আক্রমণ এড়াতে। গতকাল, বৃহস্পতিবার সিআরপিএফের তরফে একটি নির্দেশিকাও দেওয়া হয়েছে।
2019 সালের 14 ফেব্রুয়ারি জওয়ানরা ছুটিতে যাওয়ার সময় কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের বাসে আইডি হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। ঘটনায় 40 জন জওয়ানের মৃত্যু হয়।
আরও পড়ুন: অতি সংবদনশীল এলাকায় ব্যবহার করা যাবে না স্মার্টফোন, নতুন নির্দেশিকা CRPF-এর
সিআরপিএফ ইনস্পেক্টর জেনারেল তরফে জানানো হয়েছে, বাসে জওয়ানদের নিয়ে যাওয়ার ঝুঁকি এড়াতেই সপ্তাহে তিনদিন করে এই হেলিকপ্টার পরিষেবা দেওয়া হবে। এই সিদ্ধান্ত দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কার্যকর করা হচ্ছে। জওয়ানদের ছুটিতে যাওয়ার একদিন আগে জানানোর কথাও বলা হয়েছে এই বিবৃতিতে।