পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Died by Suicide: কর্তব্যরত অবস্থায় সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা সিআরপিএফ জওয়ানের - আত্মহত্যা

আইবি ডিরেক্টরের বাসভবনে মোতায়েন সিআরপিএফ জওয়ান গতকাল বিকেলে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন (CRPF Jawan Died by Suicide) ৷ জানা গিয়েছে তাঁর নাম রাজবীর কুমার ৷ শুক্রবার তিনি নিজের সার্ভিস বন্দুক দিয়েই নিজেকে গুলি করেছেন ৷ এটা নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে আরও অন্য কোনও কারণ রয়েছে ?

Died by Suicide
প্রতীকী ছবি

By

Published : Feb 4, 2023, 1:49 PM IST

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টরের বাসভবনে নিয়োজিত থাকা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একজন জওয়ান (CRPF Jawan) গুলি করে আত্মহত্যা করলেন ৷ শুক্রবার বিকেল 4.15 নাগাদ তাঁর সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন । মৃত জওয়ানের নাম রাজবীর কুমার ৷ তাঁর বয়স হয়েছিল 53 বছর ৷ কী কারণে এমন ঘটনা ঘটল তার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে ৷ যদিও তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। আজ ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের কাছে তুলে দেওয়া হবে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই জানিয়েছেন এক সিনিয়র পুলিশ অধিকর্তা।

এর আগে গত বছরের জুলাই মাসে সিআরপিএফ কনস্টেবল নরেশ জাট নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছিলেন ৷ নরেশ জাট প্রায় 18 ঘণ্টা ধরে তাঁর স্ত্রী এবং মেয়ের সঙ্গে নিজেকে আটকে রেখেছিলেন বলে অভিযোগ। সিআরপিএফের তরফে নরেশের মেয়ের পড়াশোনার জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার খরচ বহন করতে রাজি হয়েছিল।

সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, নরেশের স্ত্রী পুনর্বিবাহ না-হওয়া পর্যন্ত পেনশন পাবেন। জাট পরিবার একটি সরকারি বাড়িতে থাকতে পারবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ সিআরপিএফ জওয়ানদের মধ্যে আত্মহত্যা ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা নিযুক্ত টাস্ক ফোর্স সুপারিশ করেছে যে কর্মক্ষেত্রে গালিগালাজ, এবং অপমানের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এটি স্বচ্ছ হস্তান্তর নীতিরও সুপারিশ করেছে।

আরও পড়ুন:স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি পুলিশকর্মীর, আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে

তাতে বলা হয়েছে, "সৈনিকদের জন্য ব্যারাক, স্নানের স্থান, টয়লেট, বিনোদন/নির্দিষ্ট ঘর, খেলাধুলোর সুবিধার মতো মৌলিক অবকাঠামোর প্রাপ্যতা দেওয়া । এই বিষয়গুলির ওপর গুরুত্ব দিয়ে যাবতীয় সমস্যাগুলি চিহ্নিত করে তার প্রতিকারমূলক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হতে পারে। এছাড়াও ওই সুপারিশে উল্লেখ করা হয়েছে, ঝুঁকিপূর্ণ পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে কর্মরত তা থেকে নানা সমস্যা রোগ যা মানসিক অবসাদের দিকে পরিচালিত করে। নিয়মিত ব্যায়াম, ঠিকঠাক পোস্টিংয়ের ব্যবস্থা এবং ভালো চিকিৎসা ব্যবস্থা ৷ পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে ছুটি মঞ্জুর করার ব্যবস্থা করতে হবে, যাতে আত্মহত্যার মতো ঘটনা না ঘটে ৷

ABOUT THE AUTHOR

...view details