নয়াদিল্লি, 9 জুলাই : একটা সামান্য ভুলও আমাদের জন্য প্রাণঘাতী হতে পারে ৷ কোভিড (Covid 19) নিয়ে মানুষকে সতর্ক করতে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ মানুষের মধ্যে যে বেপরোয়া ভাব দেখা যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷
কোভিড বিধিকে (COVID Rules) বুড়ো আঙুল দেখিয়ে উত্তরাখণ্ডের মুসৌরির কেম্পটি জলপ্রপাতে (Kempty Falls) কয়েকশো মানুষের স্নান করার ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন প্রধানমন্ত্রী ৷ তারই জেরে মন্ত্রিসভার নতুন সদস্যদের (Cabinet Expansion) নিয়ে প্রথম বৈঠকে তাঁদের সতর্ক করে তিনি বলেছেন, "গত কয়েকদিন ধরে মানুষের ভিড়, মাস্ক ছাড়া চলাফেরা ও সামাজিক দূরত্ব না-মানার ছবি ও ভিডিয়ো আমাদের সবার নজরে এসেছে ৷ এটা খুব স্বস্তিদায়ক দৃশ্য নয় এবং এটা দেখে আমাদের মনে ভীতি জন্মাচ্ছে ৷"
আরও পড়ুন:দেশে অক্সিজেনের হাল-হকিকৎ জানতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি
এইমসের (AIIMS) প্রধান রণদীপ গুলেরিয়া-সহ অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, খুব শিগগিরই আরও ভয়ংকর রূপে দেশে আছড়ে পড়তে পারে করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ ৷ কাজেই সংক্রমণ সামান্য কমলেও করোনা বিধি মানার ক্ষেত্রে গা ছাড়া মনোভাব দেখালে সমূহ বিপদ ৷ মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রীও একই বার্তা তুলে ধরে বলেছেন, এই অবস্থায় সামান্যতমও আত্মতুষ্টি ও বেপরোয়া হওয়ার জায়গা নেই ৷ তাঁর কথায়, "একটা সামান্য ভুলের অনেক সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে এবং সেই ভুল কোভিড 19-এর বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে দিতে পারে ৷"