পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অযোধ্যা ঘুরে দেখবেন না রামলালা, কেন ট্রাস্ট বাতিল করল শোভাযাত্রা ? - Ayodhya

Ram Lalla Idol Procession: গর্ভগৃহে স্থাপনের আগে 17 জানুয়ারি অযোধ্যা সফরে যাওয়ার কথা ছিল রামলালার ৷ কিন্তু এই শোভাযাত্রা বাতিল করল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷ জেনে নিন কারণ ৷

Ram Lalla idol
রাম মন্দির

By PTI

Published : Jan 9, 2024, 11:08 AM IST

অযোধ্যা, 9 জানুয়ারি:22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায় ৷ তার আগে 17 জানুয়ারি অযোধ্যা শহর ঘুরে দেখার কথা ছিল রামলালার ৷ শহরের পথে রামলালার নতুন মূর্তির এক ঝলক দেখার সৌভাগ্য আর হবে না অযোধ্যাবাসীর ৷ কারণ এই শোভাযাত্রা বাতিল করল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৷ কিন্তু কেন বাতিল হল এই সফর ?

ট্রাস্টের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ভিড়ের জন্য এই সিদ্ধান্ত ৷ নিরাপত্তা সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, রামলালা সফরে বেরলে ভিড় সামলানো মুশকিল হয়ে পড়বে ৷ তাই ট্রাস্ট অনুষ্ঠানের কয়েকদিন আগেই এই শোভাযাত্রা বাতিলের কথা ঘোষণা করল ৷ তবে একদমই নিরাশ করা হবে না অযোধ্যাবাসীদেরকে ৷ কারণ শহরের পরিবর্তে, ট্রাস্ট একই দিনে অর্থাৎ 17 জানুয়ারি রাম মন্দিরের মাঠে নতুন মূর্তিটির একটি সফরের ব্যবস্থা করা হবে ৷ সেখানে রামলালার দর্শন করতে পারবেন সকলে ৷

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কর্মকর্তারা কাশীর আচার্য এবং সিনিয়র প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে । অযোধ্যা জেলা প্রশাসনের মতে, বৈঠকে আলোচনা করা হয়েছিল যে ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হবে ৷ কারণ ভক্ত এবং তীর্থযাত্রীরা রামলালার নতুন মূর্তিটি দর্শন করতে ভিড় করবেন যখন এটি শহরে নিয়ে যাওয়া হবে । তাই রামলালার অযোধ্যা ভ্রমণ বাতিল করা হয়েছে ৷

22 জানুয়ারি রাম জন্মভূমি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে অপেক্ষায় সারাদেশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে রামলালার মূর্তি নিয়ে গিয়ে গর্ভগৃহে স্থাপন করবেন । পুজোর জন্য কাশী থেকে আসছেন 50 জন ব্রাহ্মণ ৷ রামলালার মূর্তি স্থাপনের জন্য সময় ধার্য করা হয়েছে মাত্র 84 সেকেন্ড । এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুজো মণ্ডপ থেকে গর্ভগৃহের 300 মিটার দূরত্ব 25 সেকেন্ডের মধ্যে হেঁটে যাবেন এবং রামলালাকে গর্ভগৃহে স্থাপন করবেন ৷

(সংবাদ সংস্থা- পিটিআই)

আরও পড়ুন:

  1. 25 সেকেন্ডে 300 মিটার হেঁটে গর্ভগৃহে রামলালাকে স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি
  2. প্রাণ প্রতিষ্ঠায় মুসলিম কারিগরদের তৈরি বিশেষ নূপুর পরবেন মাতা জানকী ও রামলালা
  3. ঘরে আসুন রামলালা, মন্দির প্রতিষ্ঠার দিনে সন্তান জন্মের ইচ্ছেপ্রকাশ যোগীরাজ্যের গর্ভবতীদের

ABOUT THE AUTHOR

...view details