পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SBI Cash Loot: বাংলা-বিহার বর্ডারে এসবিআইয়ের ক্যাশ ভ্যান থেকে চুরি 2 কোটি টাকা - এসবিআই ব্যাংকের ক্যাশ ভ্যান

বিহার ও বাংলার রামপুর চেকপোস্টের কাছে মঙ্গলবার এসবিআই ব্যাংকের ক্যাশ ভ্যান থেকে চুরি 2 কোটি 3 লক্ষ টাকা (Loot In Kishanganj)৷ মঙ্গলবার কিছু দুষ্কৃতী একটি চারচাকা গাড়িতে এসে ওই ভ্যানটিকে দাঁড় করায় ৷ সকলের মুখে পড়া ছিল মাস্ক ৷ এই চুরির ঘটনায় কোনওভাবে ভ্যানের নিরাপত্তারক্ষী জড়িত কি না তা খতিয়ে দেখতে পুলিশ (Kishanganj Loot From SBI Cash Van) ৷

SBI Cash Van
এসবিআইয়ের ক্যাশ ভ্যান থেকে চুরি 2 কোটি টাকা

By

Published : Sep 14, 2022, 9:45 AM IST

কিষাণগঞ্জ, 14 সেপ্টেম্বর: কিষাণগঞ্জের চাকুলিয়া থানার কাছে এসবিআই ব্যাংকের ক্যাশ ভ্যান (SBI Cash Van) থেকে চুরি গেল 2 কোটি 3 লক্ষ টাকা ৷ ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান ক্যাশ ভ্যানের নিরাপত্তারক্ষী এর সঙ্গে জড়িত ৷

সূত্রের খবর, ভ্যানের এসআইএস-এর পাঁচ নিরাপত্তারক্ষী ওই এলাকার গান্ধি চকের এসবিআই প্রধান শাখা থেকে 2 কোটি 40 লক্ষ টাকা নিয়ে খাগড়া বিএসএফ ক্যাম্পের (BSF Camp) কাছে এসবিআই এটিএমে যাচ্ছিলেন । খাগড়ায় একটি এটিএমে 25 লাখ এবং একটি এটিএমে 12 লাখ টাকা জমাও করেছিলেন তাঁরা। তাঁদের মধ্যে দু'জন অর্থাৎ ক্যাশ ভ্যান চালক জামিল আক্তার এ রাজ্যের গোয়ালপোখরে এবং সশস্ত্র নিরাপত্তারক্ষী গুলজার হোসেন চাকুলিয়ার বাসিন্দা । তাঁরা সেখান থেকে ভ্য়ানে ডিজেল ভরার উদ্দেশ্যে শহর সংলগ্ন রামপুরের দিকে যান।

সেই সময় ঘটে চুরির ঘটনা (Kishanganj Loot From SBI Cash Van) ৷ জামিল এবং গুলজার পুলিশকে জানান, কয়েকজন দুষ্কৃতী এনএইচ 27-এ রামপুর চক থেকে একটু দূরে পেট্রল পাম্পের কাছে তাদের গাড়িটি থামিয়ে রিভলবার দেখায় । তারা মোট পাঁচজন ছিল। ধারালো অস্ত্র দেখিয়ে তারা ক্যাশ ভ্যানের তালা খুলে ভ্যানে রাখা ট্রাঙ্কের তালা ভেঙ্গে 2 কোটি 3 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন:বুদবুদে মুদির দোকানে লুঠ, খোয়া গেল নগদ 30 হাজার টাকা

এরপরই ঘটনাটি চাকুলিয়া থানার পুলিশকে জানানো হয়। এসডিপিও আনোয়ার জাভেদ আনসারি ও সদর থানার প্রধান অমর প্রসাদ সিং আরও পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। ভ্যানের জিপিএসও চেক করা হলে পুলিশের প্রাথমিক অনুমান, নিরাপত্তারক্ষীদের পেট্রল পাম্পে যাওয়ার বিষয়টি ভুয়ো হতে পারে ৷ যদিও পুলিশ এ ব্যাপারে পাঁচজনকেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details