পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Crocodile Died in UP: ময়ূর খেয়ে মৃত্যু কুমিরের! ঘটনা উত্তরপ্রদেশের - Crocodile body found

একটি কুমিরের দেহ উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায় ৷ ময়ূর খেয়ে শ্বাসরোধ হয়েই সেটির মৃত্যু হয় বলে অনুমান (UP Crocodile Death) ৷

ETV Bharat
কুমিরের দেহ উদ্ধার

By

Published : Feb 17, 2023, 9:25 PM IST

লখনউ, 17 ফেব্রুয়ারি:আস্ত একটি ময়ূর গিলে ফেলে বিপত্তি ৷ দমবন্ধ হয়ে মৃত্য হল একটি কুমিরের ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায় ৷ এখানকার হাজারা খালের ধার থেকে উদ্ধার হয়েছে ওই কুমিরটির মৃতদেহ ৷ প্রাথমিক তদন্তে শ্বাসরোধ হয়ে কুমিরটির মৃত্যুর কথা উঠে এলেও, সেটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে (Crocodile body found) ৷

এলাকার ডিভিশনাল ফরেস্ট অফিসার বা ডিএফও হরিশংকর শুক্লা জানিয়েছেন, প্রাথমিকভাবে কুমিরটির পেটের ঊর্ধ্বাংশে ময়ূরের ঠোঁটের একাংশ ও পালক আটকে থাকার প্রমাণ মিলেছে ৷ মনে করা হচ্ছে, ওই ময়ূর খাওয়ার জন্যই মৃত্যু হয়ে থাকতে পারে কুমিরটির ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার একদল পর্যটক নাদরি এলাকায় হাজারা খালের ধারে ওই কুমিরটিকে পড়ে থাকতে দেখে ৷ প্রথমে মনে করা হয়েছিল এই সরীসৃপটি রোদ পোহাচ্ছে ৷ কিন্তু পরে ভালো ছবিটি তোলার জন্য পর্যটকরা নৌকা করে ওই কুমিরটির আরও কাছে যেতেই আসল বিষয়টি বোঝা যায় ৷

এরপর এই পর্যটকরাই প্রথমে পুলিশকে খবর দেন ৷ বনদফতরের কাছেও খবর যায় ৷ বনকর্মীরা এই এলাকায় যান, সঙ্গে যান এক পশু চিকিৎসক ৷ এরপর কুমিরটিকে পরীক্ষা করেন ওই পশু চিকিৎসক ৷ দেখা যায় সেটির দেহে কোনও প্রাণ নেই ৷ এরপর সেখানেই কুমিরটির ময়নাতদন্তের ব্যবস্থা করা হয় ৷ তখন জানা যায়, সেটির পেটের ভিতর ও গলায় ময়ূরের পালক ও ঠোঁটের অংশ আটকে রয়েছে ৷

আরও পড়ুন: ফরাক্কায় গঙ্গার ফিডার ক্যানেলে কুমির, আতঙ্কে স্থানীয়রা

মনে করা হচ্ছে, শ্বাসরোধ হয়েই সেটি প্রাণ হারায় ৷ তবে কুমিরটির ময়নাতদন্তের রিপোর্ট আসা বাকি এখনও ৷ সেই রিপোর্টের ভিত্তিতেই পশু চিকিৎসকরা বলতে পারবেন কুমিরটির মৃত্যুর কারণ ৷ এই ঘটনা বিশেষভাবে নজর কেড়েছে বনদফতরের আধিকারিকদের ৷ সাধারণত নিজেদের চেয়ে আকারে বড় কোনও প্রাণীকে গিলতে গিয়ে অন্যপ্রাণীর বিপত্তিতে পড়ার ঘটনা নতুন নয় ৷ তবে ময়ূর খেয়ে কুমিরের মারা যাওয়ার ঘটনার নজির বিশেষ নেই বলেই জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details