সমস্তিপুর (বিহার), 26 অগস্ট:আদালত চত্বরের মধ্যে বিচারাধীন দুই বন্দিকে গুলি করার ঘটনা ঘটল বিহারের সমস্তিপুরে ৷ শনিবার দুপুরে সমস্তিপুর আদালত চত্বরে ওই গুলি চালনার ঘটনা ঘটে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বিচারাধীন দুই বন্দির উপরে ৷ গুলিবিদ্ধ হয় ওই দুই বন্দি ৷ তাদের নাম প্রভাত চৌধুরি ও প্রভাত কুমার তিওয়ারি ৷ আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
জানা গিয়েছে গুলিবিদ্ধ দুই ব্যক্তি মুফাস্সিল পুলিশ স্টেশনের অন্তর্গত দুধপুরা এলাকার বাসিন্দা ৷ বেআইনি মদ কারবারের অভিযোগে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ শনিবার মামলার শুনানি থাকায় তাদের আদালতে নিয়ে যাওয়া হয় ৷ প্রিজন ভ্যান থেকে নামিয়ে ওই দুই বন্দিকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেসময় তাদের উপর হামলা চালানো হয় ৷ গুলিবিদ্ধ হয় ওই দুই বিচারাধীন বন্দি ৷ ওই ঘটনার পর আদালত চত্বরে হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় ৷ ছড়ায় আতঙ্ক ৷
আরও পড়ুন: সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা, এক বছর পর গ্রেফতার মূল পাণ্ডা