পটনা, 5 জানুয়ারি: বোমাতঙ্ক পটনা হাইকোর্টে ৷ শুক্রবার সকালে পাটনা হাইকোর্টকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল আসে । হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের ইমেল আইডিতে সেটি আসে । বিষয়টি নজরে আসতেই হইচই পড়ে যায় হাইকোর্ট চত্বরে ৷ সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক ঘটনাস্থলে যান ৷ বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড গিয়ে পুরো হাইকোর্ট চত্বর পরীক্ষা করে দেখে ৷ শেষ পর্যন্ত কিছু পাওয়া গিয়েছে কি না, তা জানা যায়নি ৷
এ দিকে বোমা রাখার খবর আদালত চত্বরে ছড়িয়ে পড়তেই বিচারপতি, আইনজীবী, মামলাকারী ও কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ পুলিশ গিয়ে আদালত চত্বর ফাঁকা করে দেয় ৷ তার পর বোমা রাখা আছে কি না, সেই তল্লাশি শুরু হয় ৷ এ দিকে যে ইমেলে এই হুমকি আসে, সেখানে জানানো হয়েছে যে দেশের আরও অনেক আদালতকে টার্গেট করা হয়েছে ৷ সেখানেও বোমা রেখে বিস্ফোরণ ঘটানো হবে ৷