মিরাট (উত্তরপ্রদেশ), 20 অক্টোবর: মহিলাদের হেনস্থার অভিযোগ নতুন কোনও বিষয় নয় ৷ বিভিন্নভাবে মহিলারা আক্রান্ত হচ্ছেন তা প্রায়ই শোনা এবং কোনও কোনও ঘটনা প্রকাশ্য়েও আসে ৷ কিন্তু বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মিরাট থেকে এক চাঞ্চল্য়কর ঘটনা সামনে এসেছে। এই মামলা এখন পর্যন্ত সব মামলার থেকে আলাদা বলেই মনে করছেন খোদ পুলিশ আধিকারিকরাও। মেভগড়ির বাসিন্দা এক যুবক মাথায় ব্যান্ডেজ বেঁধে কাঁদতে কাঁদতে থানায় পৌঁছেছেন বলে খবর। স্ত্রীয়ের বিরুদ্ধে অত্যাচার, এমনকী অ্যাসিড ঢেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ওই যুবক। পুলিশে ওই যুবক অভিযোগ করে জানিয়েছে, স্ত্রী তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে।
ঘটনাটি লিসাডি গেট থানা এলাকার মেভগড়ির। নাদিম নামে ওই যুবক বৃহস্পতিবার মাথায় ব্যান্ডেজ নিয়ে থানায় পৌঁছে যান। নাদিম পুলিশকে জানিয়েছেন, বুধবার রাতে তিনি বাড়িতে ঘুমাচ্ছিলেন । গভীর রাতে তাঁর স্ত্রী শবনম লাঠি নিয়ে তাঁর কাছে আসে ৷ আর ঘুমন্ত অবস্থাতেই তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে । চোখ খুলতেই স্ত্রী অ্যাসিডভর্তি বোতল তার চোখে ছুড়ে মারে বলেও অভিযোগ নাদিমের। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লাঠি নিয়ে ফের স্ত্রী হামলা চালায় বলে অভিযোগ। আর তার জেরেই তাঁর মাথা থেকে রক্তক্ষরণ হয় বলেও পুলিশে জানান নাদিম।