বরেলি(উত্তরপ্রদেশ), 10 অক্টোবর: শারীরিক সম্পর্ক করতে অস্বীকার ৷ বিবাহিতার অশ্লীল ছবি সোশাল মিডিয়ায় আপলোড করে দিল প্রাক্তন প্রেমিক ৷ তা ভাইরাল হতেই থানার দ্বারস্থ হয়েছেন যুবতী ৷ প্রাক্তন প্রেমিক এবং তার শ্যালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি । এরপরেই অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির বড়দারি থানা এলাকায় ৷
পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে বিবাহিতা জানিয়েছেন, বিয়ের তিন বছর আগে বিকাশ নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর ৷ তবে বিয়ের পর সেই সম্পর্ক শেষ হয়ে যায় । কিন্তু গত দু'বছর ধরে ওই প্রাক্তন প্রেমিক এবং তাঁর শ্যালক সম্ভাব শর্মা অশ্লীল ছবি ভাইরাল করার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করতে থাকে । এছাড়াও শারীরিক সম্পর্ক করার জন্যও তাঁকে বলা হয় । যুবতীর অভিযোগ, তাঁদের কথা অনুযায়ী তা করতে না চাওয়ায় সোশাল মিডিয়ায় তাঁর অশ্লীল ছবি ভাইরাল করে দেয় অভিযুক্তরা ৷ এরপরেই তিনি বড়দারি থানায় অভিযোগ করেন ৷