লখনউ, 22 জুন: দিনের পর দিন মেয়েকে শ্লীলতাহানি করেছে বাবা ৷ মায়ের সঙ্গে থানায় এসে বাবার বিরুদ্ধে এমনই অভিযোগ দায়ের করল 15 বছরের মেয়ে ৷ ঘটনাটি ঘটেছে লখনউয়ে ৷ বুধবার মেয়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত পেশায় ট্রাক চালক। পাশাপাশি সে মাদকাসক্ত বলেও জানতে পেরেছে পুলিশ ।
অভিযোগ, লখনউয়ের ঠাকুরগঞ্জ কোতোয়ালি থানা এলাকায় এক বাবা তার মেয়েকে মাসের পর মাস শ্লীলতাহানি করেছে । এমনকী মেয়েটি প্রতিবাদ করলে তাকে মারধর পর্যন্ত করত অভিযুক্ত । মেয়ের সঙ্গে এই জঘন্য কাজের কথা জানতে পেরে তার মা-এর প্রতিবাদ করেন । তাই স্ত্রীকেও মারধর করে অভিযুক্ত ।
পুলিশ সূত্রে খবর, মা থানায় মেয়েকে নিয়ে এসে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা করেন ৷ নির্যাতিতার মা পুলিশকে জানায়, অভিযুক্ত প্রায়ই মেয়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানি করত । মেয়ে এর প্রতিবাদ করলে কয়েকবার তাকে মারধর করা হয় । মেয়ের সঙ্গে জঘন্য কাজের কথা জানতে পেরে তিনি প্রতিবাদ করেন । এতে রেগে গিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করে ওই অভিযুক্ত । স্বামীর জঘন্য কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে থানার দ্বারস্থ হন মা ও মেয়ে । দু'জনেই ঘটনাটি পুলিশকে জানায় । এরপর অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ।
আরও পড়ুন:বিকানেরে কোচিং যাওয়ার পথে গণধর্ষণের পর খুন দলিত তরুণী, অভিযুক্ত 2 পুলিশকর্মী
পুলিশ আধিকারিক বিকাশ রাই জানান, ঠাকুরগঞ্জের বাসিন্দা ওই চালক মদ্যপানে আসক্ত । অভিযুক্ত মেয়েকে মারধরও করে ৷ স্ত্রী ঘটনার কথা জানতে পেরে প্রতিবাদ করায় স্ত্রীকেও মারধর করা হয়। এরপর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে মেয়েকে নিয়ে থানায় আসেন মা । অভিযোগের ভিত্তিতে চালকের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত করেছে পুলিশ ৷