পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bet on Wife: জুয়ায় হেরে স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেওয়ার অভিযোগ

After Losing Gambling Husband Presented his Wife Winner: বেরেলিতে জুয়ায় 2 লক্ষ টাকা হারার পর স্বামী বাজিতে জয়ীর হাতে স্ত্রীকে তুলে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ৷ রাজি না হওয়ায় স্ত্রীকে মারধরও অভিযুক্ত স্বামী করেন বলে অভিযোগ উঠেছে ৷ বিয়ের পর থেকেই তাঁর উপর বাপেরবাড়ি থেকে টাকার জন্য চাপ দেওয়া হত এবং না আনলে অত্যাচার করা হত বলে মহিলার অভিযোগ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Bareilly
Bareilly

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 12:55 PM IST

বরেলি, 9 সেপ্টেম্বর: জুয়ায় হেরে স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ বেশ কয়েকদিন আগে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির প্রেমনগর থানা এলাকায় ৷ সম্প্রতি নির্যাতিতা মহিলা পুলিশের দ্বারস্থ হন ৷ তার পর বিষয়টি প্রকাশ্যে আসে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনায় স্বামী ছাড়াও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা ৷ তাঁদের বিরুদ্ধে মহিলার স্বামীকে অনৈতিক কাজে মদত দেওয়ার অভিযোগ করেছেন নির্যাতিতা ৷ এখনও পর্যন্ত অবশ্য কেউ গ্রেফতার হয়নি ৷

পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন যে 2017 সালে তাঁর বিয়ে হয় ৷ বিয়ের সময় তাঁর মা-বাবা তাঁদের সামর্থের বাইরে গিয়ে পণ দেন ৷ কিন্তু বিয়ের পরও শ্বশুরবাড়ি থেকে টাকার দাবি চলতে থাকে ৷ তাঁর স্বামী একটা বাইক চেয়ে বসেন শ্বশুরের কাছে ৷ আরও আড়াই লক্ষ টাকাও চান তাঁর স্বামী ৷ টাকা না পেয়ে ওই মহিলার উপর অত্যাচার চলতে থাকে ৷ এই পরিস্থিতিতে বাপেরবাড়ি থেকে দু’দফায় 80 হাজার টাকা নিয়েও আসেন তিনি ৷ ইতিমধ্যে এক কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ তার পর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্য়দের টাকার চাহিদা আরও বেড়ে যায় ৷

মহিলার অভিযোগ, বেশ কয়েকদিন আগে তাঁর শ্বশুরবাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন তাঁর স্বামী ৷ সেখানে স্বামীর বন্ধুরাও উপস্থিত ছিলেন ৷ তাঁর স্বামী জুয়ায় 2 লক্ষ টাকা হেরে যান ৷ তার কিছুক্ষণ পর এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘরে আসেন ৷ তাঁকে বলেন যে ওই ব্যক্তিকে খুশি করতে পারলে জুয়ায় হেরে যাওয়া টাকা মকুব হয়ে যাবে ৷ কিন্তু ওই মহিলা রাজি হননি ৷ এর জেরে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মারধর করেন ৷ আটকেও রাখা হয় ৷

পরে সেখান থেকে তিনি কোনোমতে পালিয়ে বাপেরবাড়ি পৌঁছান ৷ সেখানে মা-বাবার কাছে সব জানান ৷ তার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ পুলিশ জানিয়েছে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী, শাশুড়ি, শ্বশুর ও দেওরের বিরুদ্ধে টাকার দাবি, মারধর, অনৈতিক কাজ করানোর জন্য চাপ-সহ একাধিক বিষয়ে মামলা রুজু হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ অভিযোগের সারবত্তা মিললেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে ৷

আরও পড়ুন:প্রেমিকের বুকে ছুরি চালিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার মহিলা

ABOUT THE AUTHOR

...view details