পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amroha Death Tragedy: বাবার সঙ্গে ঝগড়া, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে গঙ্গায় যুবক ! - মৃতের স্ত্রী ও গাড়িটির খোঁজে গঙ্গায় তল্লাশি

বাবার সঙ্গে ঝগড়া করে সস্ত্রীক আত্মহত্যা যুবকের ৷ অন্তঃসত্ত্বা স্ত্রীকে গাড়িতে চাপিয়ে গাড়ি চালিয়ে সোজা গঙ্গায় নেম পড়লেন যুবক ৷ 12 কিলোমিটার দূরে যুবকের দেহ উদ্ধার হয়েছে ৷ উত্তরপ্রদেশের আমরোহার ঘটনা ৷ মৃতের স্ত্রী ও গাড়িটির খোঁজে গঙ্গায় তল্লাশি চলছে ৷

ETV Bharat
অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আত্মহত্যা যুবকের

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 6:55 PM IST

আমরোহা (উত্তর প্রদেশ), 25 অগস্ট:বাবার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা যুবকের ৷ শুক্রবার উত্তর প্রদেশের গজরৌলা জোলার আমরোহার ঘটনা ৷ ওই যুবকের মা ও বোন বাধা দিতে গেলে তাদেরও মারধোর করে বাড়ি থেকে বেরিয়ে যায় যুবক ৷ এরপরেই গাড়ি চালিয়ে, তাতে স্ত্রীকে চাপিয়ে গাড়ি সমেত গঙ্গায় ঝাপ দেন ৷ ঘটনাটি স্থানীয়দের চোখে পড়তেই তাঁরা চিৎকার শুরু করেন ৷ 2 কিলোমিটার দূরে ওই যুবকের দেহ উদ্ধার হলেও, স্ত্রী ও গাড়ির সন্ধানে তল্লশি চালানো হচ্ছে ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় এসডিএম-সহ একাধিক আধিকারিক। পিএসিও উপস্থিত হন ৷

পাঁচ মাস আগেই বিয়ে :গজরৌলা এলাকার সিক্রি খাদার গ্রামের বাসিন্দা সাবিরের 2 ছেলে ও 4 মেয়ে ৷ বড় ছেলে শালে আলম (22) দিল্লিতে দরজির কাজ করেন ৷ পাঁচ মাস আগে কাসেরুয়া গ্রামের নাজিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল । নাজিয়া গর্ভবতী ছিলেন । পুলিশের তরফ থেকে জানানো হয়, কয়েকদিন আগে শানে আলম গ্রামে এসেছিলেন । বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে বাবা সাবিরের সঙ্গে তার ঝগড়া হয় । তবে এটা প্রথম নয়, এর আগেও বাবা ও ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে ৷ এদিনও আবারও ঝগড়া শুরু হয় ৷ পরিবাররে অন্য সদস্যদের মধ্যস্থাতায় তখনকার মতো ঝগড়া থেমে যায় ৷ ওই যুবক নিজের ঘরে চলে যান ৷

গভীর রাতেব পরিস্থিতি অন্য দিকে মোড় নেয় ৷ শানে আলম নামে ওই যুবক তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গাড়িতে চাপিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান ৷ ঘটনাস্থলে উপস্থিত ওই যুবকের মা ও বোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তাদের বাধা দিতে যান ৷ তার তোয়াক্কা না করেই গাড়ি নিয়ে বেড়িয়ে যান ওই যুবক ৷ এরপরেই বাড়ির পাশের গঙ্গায় গাড়ি চালিয়ে নেমে পড়েন ৷ সেই সময় গাড়িতে বসে ছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ৷

আরও পড়ুন:শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত 5

গাড়িটি ই-রিকশার সাথেও ধাক্কা খায়:ঘটনার প্রত্যক্ষদর্শী এক গ্রামবাসীর কথায় ওই যুবক শানে আলম বেপোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন ৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ই-রিকশাকেও ধাক্কা মারে ৷ এরপরেই গাড়িটি নিয়ে গঙ্গায় নেমে পড়েন ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে গাড়ির আরোহীদের খোঁজে তল্লাশি চালায় ৷ গঙ্গায় স্রোত বেশি থাকায় 12 কিলোমিটার দূরে উদ্ধার হয় যুবকের দেহ ৷ ওই যুবকের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ৷ আরও পড়ুন:কেরলে পথ দুর্ঘটনা, জিপ উলটে ওয়ানাডে মৃত 9

ABOUT THE AUTHOR

...view details