পটনা, 12 অগস্ট: প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে ছুরি দিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিহারের পটনায় ৷ শনিবার দুপুরে ঘটনা ঘটে পটনা শহরের কাঁকরবাগ এলাকায় ৷ নিহত তরুণীর নাম সোনি কুমারী ৷ বছর পঁচিশের ওই তরুণী পূর্ণিয়ার বাসিন্দা ৷ পটনা শহরেই থাকতেন৷ সেখানে মেদান্ত হাসপাতালে নার্স ছিলেন ৷ এই ঘটনায় কাঁকরবাগ থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি ৷
তবে পুলিশ মনে করছে যে অভিযুক্ত যুবক মেয়েটির পরিচিত ছিল ৷ সম্ভবত দু’জনেরক মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল ৷ কারণ, প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জানতে পেরেছে, রাস্তায় দাঁড়িয়ে মেয়েটি ও ছেলেটি প্রথমে কথা বলছিল ৷ তার পর দু’জনের মধ্যে বচসা শুরু হয় ৷ তখনই যুবকটি ছুরি বের করে এলোপাথাড়ি চালাতে থাকে ৷ মেয়েটির পেটে একাধিকবার ছুরি ঢুকে দেয় অভিযুক্ত ৷