মুজাফফরপুর, 13 অক্টোবর: প্রেমিকার বাবা অসুস্থ৷ সেই শুনে তড়িঘড়ি প্রেমিকার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রেমিক ৷ কিন্তু সেখানে তাঁরই গোপনাঙ্গ কেটে নিলেন প্রেমিকার পরিবারের সদস্যরা ৷ গুরুতর জখম হয়ে আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ ৷
ঘটনাটি বিহারের মুজাফফরপুর জেলার ৷ দিনকয়েক আগে ঘটনাটি ঘটেছে ৷ আহত যুবকের বাবার অভিযোগ, তাঁর ছেলে রোজ বিকেল চারটে নাগাদ জিমে যায় ৷ সেদিনও বাড়ি থেকে জিমে যাওয়ার জন্যই বের হয়েছিল ৷ কিন্তু মাঝপথে প্রেমিকার ফোন আসে ৷ প্রেমিকা তাঁর ছেলেকে বলেন, ‘‘বাবার হার্ট অ্যাটাক হয়েছে ৷ তাড়াতাড়ি বাড়ি আয় ৷ হাসপাতালে নিয়ে যেতে হবে ।’’
এই কথা শুনে কোনও কিছু না ভেবে স্থানীয় সারিয়া গঞ্জে প্রেমিকার বাড়িতে চলে যান ওই যুবক ৷ মেয়েটির বাবা, মা ও ভাই মিলে প্রথমে তাঁকে মারধর করেন । এরপর গলা থেকে সোনার চেন, আংটি ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয় । এর পরই ওই যুবকের গোপনাঙ্গ কেটে নেওয়া হয় বলে তাঁর বাবার অভিযোগ ৷