পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cremation of CDS Bipin Rawat : শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াতের

বিপিন রাওয়াতের দিল্লির বাড়িতে সকাল 11টা থেকে দুপুর দুটো পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন মানুষ ৷ এরপর কামরাজ মার্গ থেকে শোভাযাত্রা করে তিন বাহিনীর প্রধানের দেহ নিয়ে যাওয়া হবে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার ক্রিমেটোরিয়ামে (Cremation of CDS Bipin Rawat) ৷

Bipin rawat
বিপিন রাওয়াত

By

Published : Dec 8, 2021, 10:46 PM IST

Updated : Dec 9, 2021, 8:56 AM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : প্রয়াত তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে শুক্রবার (Cremation of CDS Bipin Rawat) ৷ আগামিকাল সন্ধ্যের মধ্যে মিলিটারি বিমানে করে তাঁদের নশ্বর দেহ দিল্লিতে নিয়ে যাওয়ার কথা রয়েছে ৷ এরপর 10 ডিসেম্বর দিল্লি ক্যান্টনমেন্টে চিরবিদায় জানানো হবে ভারতীয় সেনার সর্বাধিনায়ককে ৷ শুক্রবার দিল্লির বাড়িতে শায়িত থাকবে বিপিন রাওয়াতের দেহ ৷ সকাল 11টা থেকে দুপুর দুটো পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন মানুষ ৷ এরপর কামরাজ মার্গ থেকে শোভাযাত্রা করে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার ক্রিমেটোরিয়ামে (Cremation of CDS Bipin Rawat to be done on Friday) ৷ সংবাদ সংস্থা সূত্রে এই খবর জানানো হয়েছে ৷

আজই তামিলনাড়ুর কুন্নুরে এক মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (bipin rawat) সহ 13 জন পদস্থ সেনা আধিকারিকের ৷ মৃতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতও ৷ বিপিন রাওয়াতের মৃত্যুর খবর সর্বপ্রথম বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয় ৷ মৃতদের মধ্যে বায়ুসেনার চারজন পদস্থ আধিকারিক রয়েছেন ৷ বাকি সাতজন সেনা আধিকারিক ৷ একমাত্র বেঁচে রয়েছেন ক্যাপ্টেন বরুণ সিং ৷

আরও পড়ুন : Military Career Of Bipin Rawat : উরি সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম মাস্টার-প্ল্যানার, একনজরে রাওয়াতের উল্লেখযোগ্য কীর্তি

এদিকে ভারতীয় আর্মির পক্ষ থেকে এই ঘটনায় বিবৃতি দিয়ে শোকপ্রকাশ করা হয়েছে ৷ সস্ত্রীক বিপিন রাওয়াত ও বাকি 11জন উচ্চপদস্থ সেনা আধিকারিকের কপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছে ভারতীয় সেনা ৷ এর পাশাপাশি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কর্মজীবন সম্পর্কে বলা হয়েছে ৷ ভারতীয় সেনায় তাঁর অবদানের কথা তুলে ধরে ধরা হয়েছে ৷

আরও পড়ুন :General Bipin Rawat Dies in Helicopter Crash : কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত

Last Updated : Dec 9, 2021, 8:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details