নয়াদিল্লি, 25 মার্চ : সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ী নিয়োগের ক্ষেত্রে যে শারীরিক সক্ষমতার কথা বলা হচ্ছে তা ‘‘স্বৈরতান্ত্রিক’’ এবং ‘‘বিরক্তিকর’’ ৷ বৃহস্পতিবার সংশ্লিষ্ট একটি মামলার রায় দিতে গিয়ে এমনই মন্তব্য় করল দেশের শীর্ষ আদালত ৷
মহিলাদের সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন 80 জন মহিলা আধিকারিক ৷ সেই মামলার প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ, ‘‘আমাদের মনে রাখতে হবে, আমাদের সমাজের গঠনতন্ত্র পুরুষরাই তৈরি করেছিল ৷ এবং তা তৈরি করা হয়েছিল পুরুষদের স্বার্থেই ৷ যার বদল হওয়া দরকার ৷’’
ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের জন্য যে মানদণ্ড তৈরি করা হয়েছে, এদিন তার বার্ষিক রিপোর্ট খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট ৷ এক্ষেত্রেও আদালতের মনে হয়েছে, মেডিক্য়াল ফিটনেস বা শারীরিক সক্ষমতার নামে আদতে বৈষম্য তৈরি করা হয়েছে ৷ যা মহিলা আধিকারিকদের স্থায়ী নিয়োগের বিরুদ্ধে গিয়েছে ৷ এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহ-র ডিভিশন বেঞ্চ এই প্রসঙ্গে মন্তব্য করে, ‘‘মূল্য়ায়নের এই ধরন স্বল্প সময়ের জন্য নিযুক্ত (এসএসসি) মহিলা আধিকারিকদের অর্থনৈতিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ৷’’
আরও পড়ুন :মহিলাদের সশস্ত্র বাহিনীর জন্য স্থায়ী কমিশন ও সশস্ত্র বাহিনীতে তাদের ভূমিকা
ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের অবদান যে কম নয়, এদিন সেকথাও সকলকে স্মরণ করিয়ে দেন বিচারপতি চন্দ্রচূড় ৷ তিনি বলেন, ‘‘এমন অনেক মহিলা আদালতের মুখোমুখি হয়েছেন, যাঁরা অসংখ্য পুরস্কার জিতেছেন ৷ অনেকেই বিদেশে গিয়ে বিভিন্ন অভিযানে সফল হয়েছেন ৷ অথচ দেখা যাচ্ছে, শারীরিক মূল্যায়নে এই বিষয়গুলিকে ধর্তব্যের মধ্যে আনাই হয়নি ৷ দেখে মনে হচ্ছে, মহিলাদের নির্বাচন নয়, বরং তাঁদের প্রত্যাখ্য়ান করার উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ৷’’
প্রসঙ্গত, সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আদালতে চক্কর কাটছেন সেনাবাহিনীর মহিলা আধিকারিকদের একাংশ ৷ যার প্রেক্ষিতে চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রায় দেয়, পুরুষদের মতো মহিলাদেরও সেনাবাহিনীতে স্থায়ী পদে নিয়োগ করতে হবে ৷ যদিও কেন্দ্রের অবস্থান ছিল এর ভিন্ন মেরুতে ৷ যা দুর্ভাগ্যজনক বলেই মত শীর্ষ আদালতের ৷ সুপ্রিম নির্দেশের পর নৌবাহিনী ও বিমানবাহিনীতে মহিলাদের স্থায়ী নিয়োগ হলেও সেনাবাহিনী সেই রায় মানেনি ৷ আবেদনকারীদের দাবি, এরজন্য সংশ্লিষ্ট ব্য়ক্তিদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হওয়া উচিত ৷ আদালতের রায় যাতে সেনাবাহিনীতেও কার্যকর হয়, তা নিশ্চিত করতেই ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তাঁরা ৷