পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Crazy Lover Arrested: মালাবদলের সময় আচমকা কনের সিঁথিতে সিঁদুর পরালেন প্রেমিক, বিয়ে ভাঙলেন বর - সিঁথিতে সিঁদুর

মালাবদলের সময় আচমকা বিবাহস্থলে উপস্থিত হয়ে কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল প্রেমিক ৷ এই দেখে সেই মেয়েকে বিয়ে করতে অস্বীকার করলেন বর ৷ উত্তরপ্রদেশের গাজীপুরের ঘটনা ৷

Crazy Lover Arrested
Crazy Lover Arrested

By

Published : May 18, 2023, 7:54 PM IST

গাজীপুর, 18 মে: বিয়ের পিঁড়িতে বর-কনে ৷ মন্ত্রোচ্চারণের মাধ্যমে রীতি মেনে সম্পন্ন হচ্ছে শুভ পরিণয় ৷ এরই মধ্যে উড়ে এসে জুড়ে বসলেন এক 'রোমিয়ো' ৷ সবাইকে চমকে দিয়ে সটান বিয়ের আসরে গিয়ে কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন তিনি ৷ এই দৃশ্য দেখে তাজ্জব বর ৷ স্তম্ভিত বিয়েবাড়িতে উপস্থিত সবাই ৷ হবু বর বিয়ে ভেঙে উঠে গেলেন ৷ আর যে যুবকের জন্য এত কাণ্ড ঘটল, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে কনেকে সাত বছর ধরে হেনস্থা করার অভিযোগ আনা হয়েছে ৷

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিরন থানার অন্তর্গত একটি গ্রামে । ধূমধাম করে বরযাত্রীরা সেই গ্রামে পৌঁছেছিলেন ৷ প্রথমে তাঁদের জলখাবার পরিবেশন করা হয় ৷ তারপর শুরু হয় বিয়ের অনুষ্ঠান ৷ বর ও কনেকে মালাবদলের জন্য মঞ্চে ডাকা হয় । দুজনে একে-অপরের গলায় মালা পরাতে যাবেন, তখনই আচমকা উদয় হয় অভিযুক্ত যুবকের ৷ তিনি সেখানে কী করছেন, তা ঠাহর করতে পারেননি কেউই ৷ আত্মীয়স্বজন এবং অতিথিরা কিছু বুঝে ওঠার আগেই, কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন অভিযুক্ত ৷

সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় বিবাহস্থলে ৷ বর সেই পাত্রীর সঙ্গে বিয়ে করতে অস্বীকার করেন । তিনি সেই বিয়ে ভেঙে দিয়ে তাঁর আত্মীয় এবং অতিথিদের নিয়ে সেখান থেকে চলে যান ৷

এই ঘটনা নিয়ে পুলিশ সুপার ওমবীর সিং জানিয়েছেন, বিয়েতে উপস্থিত অতিথিরা যুবককে ধরে মারধর শুরু করেন । এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে । এসপি-র কথায়, এটি একটি একতরফা প্রেমের ঘটনা । ওই যুবক মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিলেন ৷ কিন্তু মেয়েটির তাঁর প্রতি কোনও ভালোবাসা ছিল না বলে পুলিশ জানিয়েছে । পুলিশ জানিয়েছে, তদন্তের সময় দেখা গিয়েছে যে, গত বছরও মেয়েটির বিয়ে ঠিক করা হয়েছিল । কিন্তু, অভিযুক্ত তাঁর বিয়ে ভেঙে দেন এবং মেয়েটিকে হুমকি দেন । সেই সময়েও ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল ৷

বর্তমান ঘটনার জেরে কনের আত্মীয়রা অভিযুক্তের বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের করেছেন । তাঁদের অভিযোগ, গত সাত বছর ধরে তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছেন ওই যুবক ৷ মেয়েটির অনেক ভিডিয়োও রেকর্ড করেছেন তিনি । অভিযুক্তকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

আরও পড়ুন:মধুচন্দ্রিমায় স্ত্রীর অশ্লীল ভিডিয়ো রেকর্ড, 10 লাখ পণ না দিলে ভাইরাল করার হুমকি স্বামীর !

ABOUT THE AUTHOR

...view details