আগরা, 14 ফেব্রুয়ারি: লাইট অ্যান্ড শো হওয়ার পরেই দেওয়ালে ফাটল ৷ ভারত জি-20 গ্রুপের সভাপতিত্ব করছে ৷ আগরা ফোর্টের দিওয়ান-এ-আম-এ জি 20 গ্রুপের সদস্যদের (G-20 delegates) লাইট অ্যান্ড সাউন্ড লেজার শো দেখানো হয় ৷ তার পরপরই নাকি এমন বিপত্তি বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, 11 ফেব্রুয়ারি ফোর্টের চত্বরে প্রজেকশন ম্যাপিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ৷ তার ফলে দিওয়ান-এ-আমের সিলিংয়ে এই চিড় ধরা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ যদিও এএসআই-এর এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, এই ফাটল অনুষ্ঠানের আগে হয়েছে নাকি পরে, তা এখনই বলা যাচ্ছে না ৷ পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে ৷
ইউনেসকোর (United Nations Educational, Scientific and Cultural Organization, UNESCO) নির্দেশিকা অনুযায়ী, যে কোনও ঐতিহ্যবাহী জায়গায় শব্দের সর্বোচ্চ মাত্রা 40 ডেসিবল পর্যন্ত ৷ যদিও হেরিটেজ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানে শব্দের নির্ধারিত মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৷ উচ্চ ডেসিবলের শব্দের জন্য প্রাচীন ঐতিহ্যবাদী দেওয়ালের এই দুর্দশা ৷
সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সিলিংয়ে 2-6 মিলিমিটার ক্ষতি হয়েছে ৷ প্লাস্টার খসে গিয়েছে ৷ সোমবার এই ফাটল নজরে এসেছে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার (Indian Archaeological Society) আধিকারিকদের ৷ তারপর থেকে সর্বক্ষণ তাঁরা এই দিকে নজর রাখছেন ৷ পর্যটকদের ওই জায়গায় যাওয়া আটকাতে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে ৷ আগরা ফোর্টের দিওয়ান-এ-আম-এর ওই ক্ষতিগ্রস্ত জায়গাটি পর্যন্ত যেতে পারবেন না পর্যটকেরা ৷
আরও পড়ুন: জি-20 লোগো সমন্বয়ে নয়া স্মার্ট কার্ড বিক্রি শুরু মেট্রোয়
এএসআই-এর উচ্চাধিকারিক রাজকুমার প্যাটেল জানিয়েছেন, তাঁরা পরিদর্শনের সময় এই ফাটল দেখতে পান ৷ তিনি বলেন, "আগরা ফোর্টে দিওয়ান-এ-আম পরিদর্শনে গিয়েছিলাম ৷ তখন এই ক্ষতিগ্রস্ত সিলিংটি চোখে পড়ে ৷ 11 ফেব্রুয়ারি জি 20 প্রতিনিধি দলের জন্য আগরা ফোর্টের হলে লাইট অ্যান্ড সাউন্ডের লেজার শো হয় ৷ এবার আমরা পরীক্ষা করে জানাব, এই সিলিংয়ে ফাটলগুলি অনুষ্ঠানের আগে হয়েছে নাকি পরে ৷" নাম প্রকাশে অনিচ্ছুক আরেক এএসআই আধিকারিক বলেন, "10 ফেব্রুয়ারি আগরা ফোর্টে ওই লাইট অ্যান্ড সাউন্ড লেজার শোয়ের একট মহড়া হয়েছিল ৷ সেই সময় খুব তীব্র শব্দ ব্যবহার করা হয় ৷ আমাদের আধিকারিকেরা তাতে বাধা দিয়েছিলেন ৷ দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত- লাগাতার 4 ঘণ্টার রিহার্সালে উচ্চ ডেসিবলের শব্দ চলে ৷"