নয়াদিল্লি, 21 মে: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির প্রয়াণবার্ষিকীতে রবিবার সকাল সকাল বীর ভূমিতে পৌঁছলেন কংগ্রেসের সংসদীয় চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আজ থেকে 32 বছর আগে এই দিনে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী সভায় গিয়েছিলেন রাজীব গান্ধি ৷ সেখানে এলটিটিই জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয় তাঁর ৷ মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রীর দেহ ৷
রবিবার তাঁর 32তম মৃত্যুবার্ষিকী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন ৷ রবিবার সকালে রাজধানীতে তাঁর সমাধিস্থল বীর ভূমিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিপি চেয়ারপার্সন সোনিয়া গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বাবার সমাধিস্থলে প্রার্থনা করতে দেখা যায় ছেলে রাহুল এবং মেয়ে প্রিয়াঙ্কাকেও ৷
1944 সালের 20 অগস্ট মুম্বইয়ে জন্মগ্রহণ করেন ইন্দিরা-তনয় রাজীব ৷ বাবা কংগ্রেস নেতা ফিরোজ গান্ধি ৷ রাজনীতিতে আসার কথা ছিল তাঁর ৷ পাইলট রাজীব বিমান চালাতে ভালবাসতেন ৷ তবে হঠাৎ বদলে যায় সবকিছু ৷ 1984 সালের 31 অক্টোবর দেহরক্ষীদের গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ তারপর একপ্রকার বাধ্য হয়েই ভারতের রাজনীতিতে প্রবেশ পুত্র রাজীবের ৷