পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajiv Gandhi Death Anniversary: 'সঙ্গেই আছেন অণুপ্রেরণা হয়ে', বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগে গলা বুজল পুত্র রাহুলের - প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি

আজ থেকে 32 বছর আগে 1991 সালে রাজীব গান্ধিকে হত্যা করা হয়েছিল ৷ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেখানে এলটিটিই জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায় ৷

ETV Bharat
সোনিয়া ও প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধি

By

Published : May 21, 2023, 11:22 AM IST

রাজধানীতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সমাধিস্থলে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল ও প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, 21 মে: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির প্রয়াণবার্ষিকীতে রবিবার সকাল সকাল বীর ভূমিতে পৌঁছলেন কংগ্রেসের সংসদীয় চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আজ থেকে 32 বছর আগে এই দিনে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী সভায় গিয়েছিলেন রাজীব গান্ধি ৷ সেখানে এলটিটিই জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয় তাঁর ৷ মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রীর দেহ ৷

রবিবার তাঁর 32তম মৃত্যুবার্ষিকী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন ৷ রবিবার সকালে রাজধানীতে তাঁর সমাধিস্থল বীর ভূমিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিপি চেয়ারপার্সন সোনিয়া গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বাবার সমাধিস্থলে প্রার্থনা করতে দেখা যায় ছেলে রাহুল এবং মেয়ে প্রিয়াঙ্কাকেও ৷

1944 সালের 20 অগস্ট মুম্বইয়ে জন্মগ্রহণ করেন ইন্দিরা-তনয় রাজীব ৷ বাবা কংগ্রেস নেতা ফিরোজ গান্ধি ৷ রাজনীতিতে আসার কথা ছিল তাঁর ৷ পাইলট রাজীব বিমান চালাতে ভালবাসতেন ৷ তবে হঠাৎ বদলে যায় সবকিছু ৷ 1984 সালের 31 অক্টোবর দেহরক্ষীদের গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ তারপর একপ্রকার বাধ্য হয়েই ভারতের রাজনীতিতে প্রবেশ পুত্র রাজীবের ৷

1984 সালের অক্টোবরে মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রাজীব গান্ধি ৷ 1989 সালের 2 ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে ছিলেন ৷ এরপর 1991 সালে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী প্রচারে গিয়ে আত্মঘাতী বোমা হামলার প্রাণ হারান ইন্দিরা-পুত্র ৷

বাবার উদ্দেশে এদিন আবেগপূর্ণ টুইট করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তিনি একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "বাবা, আপনি আমার সঙ্গেই আছেন অণুপ্রেরণা হয়ে, স্মৃতিতে সবসময় !" ওই ভিডিয়োতে রাজীব গান্ধির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরেছেন পুত্র রাহুল ৷ মেয়ে প্রিয়াঙ্কা গান্ধিও তাঁর করা টুইটে কবি হরিবংশ রায় বচ্চনের একটি কবিতা উৎসর্গ করেছেন বাবার উদ্দেশ্যে ৷ তিনি মা সোনিয়ার সঙ্গে বাবার একটি তাৎপর্যপূর্ণ ছবি পোস্ট করেছেন ৷

আরও পড়ুন: 'পাঁচটি প্রতিশ্রুতি পূরণ করবে কংগ্রেস', ভিডিয়ো বার্তায় আশ্বাস সোনিয়ার

ABOUT THE AUTHOR

...view details