কলকাতা, 14 ফেব্রুযারি: ভারতে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) এর দফতরে আয়কর হানার তীব্র নিন্দা করল সিপিএম পলিটব্যুরো ৷ মঙ্গলবার আয়কর বিভাগ তল্লাশি চালিয়েছে বিবিসি এর দিল্লি ও মুম্বইস্থিত দফতরে ৷ 2002 গুজরাত দাঙ্গা নিয়ে 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ নামের তথ্যচিত্র তৈরির জন্যই এই সংবাদমাধ্যমকে ভয় দেখানো ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে সিপিএম (BBC IT survey) ৷
এদিন এক বিবৃতিতে সিপিএম পলিটব্যুরোর তরফে বলা হয়েছে, "আয়কর বিভাগ এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার দ্বারা অভিযান চালানোর মাধ্যমে ভারতীয় মিডিয়াকে ভয় দেখানো মোদি সরকারের একটি আদর্শ কৌশল । এটি এখন ভারতে পরিষেবা প্রদানকারী বিদেশি সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধেও প্রসারিত হয়েছে ৷ এই দমনমূলক পদক্ষেপ মোদি সরকারের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার ভাবমূর্তিকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করবে । সংবাদমাধ্যমের সমালোচনা রোধ করার উদ্দেশ্য থেকে এই পদক্ষেপ ৷" একইভাবে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনও এই ঘটনার তীব্র নিন্দা করেছে (CPM condemns IT survey at BBC office) ।