পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CPM on BBC IT survey: বিবিসি দফতরে আয়কর হানার নিন্দায় সিপিএম, পলিটব্যুরোর বিবৃতি প্রকাশ - বিবিসি দফতরে আয়কর হানার বিরুদ্ধে সিপিএম

মঙ্গলবার দিল্লি ও মুম্বইয়ে বিবিসি'র দফতরে হানা দেয় আয়কর বিভাগ ৷ এই ঘটনায় নিন্দা করে বিবৃতি প্রকাশ করেছে সিপিএম (CPM on BBC) ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Feb 14, 2023, 10:25 PM IST

কলকাতা, 14 ফেব্রুযারি: ভারতে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) এর দফতরে আয়কর হানার তীব্র নিন্দা করল সিপিএম পলিটব্যুরো ৷ মঙ্গলবার আয়কর বিভাগ তল্লাশি চালিয়েছে বিবিসি এর দিল্লি ও মুম্বইস্থিত দফতরে ৷ 2002 গুজরাত দাঙ্গা নিয়ে 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ নামের তথ্যচিত্র তৈরির জন্যই এই সংবাদমাধ্যমকে ভয় দেখানো ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে সিপিএম (BBC IT survey) ৷

এদিন এক বিবৃতিতে সিপিএম পলিটব্যুরোর তরফে বলা হয়েছে, "আয়কর বিভাগ এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার দ্বারা অভিযান চালানোর মাধ্যমে ভারতীয় মিডিয়াকে ভয় দেখানো মোদি সরকারের একটি আদর্শ কৌশল । এটি এখন ভারতে পরিষেবা প্রদানকারী বিদেশি সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধেও প্রসারিত হয়েছে ৷ এই দমনমূলক পদক্ষেপ মোদি সরকারের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার ভাবমূর্তিকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করবে । সংবাদমাধ্যমের সমালোচনা রোধ করার উদ্দেশ্য থেকে এই পদক্ষেপ ৷" একইভাবে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনও এই ঘটনার তীব্র নিন্দা করেছে (CPM condemns IT survey at BBC office) ।

আরও পড়ুন: দিল্লি-মুম্বইয়ের অফিসে আয়কর অভিযান, পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলে জানাল বিবিসি

ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপর বিতর্কিত ওই তথ্যচিত্র প্রকাশের কয়েক সম্পাহের মধ্যে আয়কর বিভাগ নয়াদিল্লি এবং মুম্বাইতে বিবিসি দফতরে অভিযান চালিয়েছে ৷ এই তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করতে সরকার প্রাথমিকভাবে সেটির লিঙ্ক শেয়ারের বিরুদ্ধে নোটিশ জারি করে এবং পরে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই তথ্যচিত্রের স্ট্রিমিং বন্ধ করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করা হয় ৷ দেশের মানুষের কাছে যাতে এই তথ্যচিত্রটি না পৌঁছয় তার জন্য যথাসাধ্য চেষ্টা হয়েছে ৷" তাঁর মতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আয়কর হানা এদেশে নতুন কিছু নয় ৷ মোদি সরকার এটাই করে আসছে ৷ বিজেপি সরকারেকর আমলে এদেশে মুক্ত চিন্তার প্রকাশ ও মত প্রকাশের স্বাধীনতা বাধা পাচ্ছে ৷ সরকারের এইসব কাজকর্ম আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি নষ্ট করছে ৷

ABOUT THE AUTHOR

...view details