পশ্চিমবঙ্গ

west bengal

CPIML Supports Rahul: রাহুলের সাংসদ পদ খারিজ 'সার্জিক্যাল স্ট্রাইক' ! মন্তব্য দীপঙ্কর ভট্টাচার্যের

By

Published : Mar 25, 2023, 3:42 PM IST

রাহুল গান্ধি তাঁর সাংসদ পদ হারিয়েছেন ৷ এ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখলেন লিবারেশনের শীর্ষ নেতা ৷ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজে তোলপাড় দেশ (Dipankar Bhattacharya over Rahul Gandhi) ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি

কলকাতা, 25 মার্চ: মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তড়িঘড়ি কংগ্রেস নেতা রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করা হয়েছে ৷ এই পদক্ষেপকে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে তুলনা করল সিপিআই (এমএল) লিবারেশন কেন্দ্রীয় কমিটি ৷ এই মর্মে পার্টির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠিও লিখলেন শনিবার ৷ এই ইস্যুতে একইভাবে রাজ্যভিত্তিক নানা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে পার্টির তরফে ৷ শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে জরুরি ভিত্তিতে মৌলালি মোড়ে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে (CPI(ML) beside Rahul Gandhi) ৷

ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে পার্টির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য লিখেছেন, "লোকসভা থেকে রাহুল গান্ধির সাংসদপদ খারিজ হওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক ৷ এ বিষয়ে আমাদের ক্ষোভ প্রকাশ করতে এই চিঠি লিখছি ৷ 2019 সালের নির্বাচনী প্রচারে রাহুল গান্ধির বক্তৃতার বিরুদ্ধে তাঁকে একটি ফৌজদারি মানহানির মামলায় ফাঁসানো হয়েছে ৷ গুজরাতের একটি আদালতে তাঁকে দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে তাঁর সাংসদ পদ বাতিল করা হয় ৷ এই ঘটনাকে শুধুমাত্র ভারতের সংসদীয় গণতন্ত্রের উপর একটি সার্জিক্যাল স্ট্রাইক হিসাবে বর্ণনা করা যেতে পারে ৷ মোদি-আদানি সম্পর্ক নিয়ে সংসদে প্রশ্ন তোলা হয়েছে ৷ পাশাপাশি আদানি কেলেঙ্কারির তদন্তে জেপিসি গঠনের জোরদার দাবি তুলেছে বিরোধী শিবির ৷ এর জবাবে মোদি সরকারের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া এটি ৷ এই মুহূর্তে আমরা কংগ্রেসের প্রতি আমাদের সহানুভূতি প্রকাশ করছি ৷ গণতন্ত্রের উপর এই প্রতিহিংসার রাজনীতি এবং নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়া এবং সমাবেশ করার বার্তা দিচ্ছি ৷"

মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠি

সিপিআই (এমএল) লিবারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি নেতা বাসুদেব বসু বলেন, "জাতীয় কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধির সাংসদ পদ অন্যায়ভাবে খারিজ এবং দেশজুড়ে অঘোষিত জরুরি অবস্থার জারির মোদি সরকারের অপচেষ্টার বিরুদ্ধে আজ জরুরি ভিত্তিতে মৌলালি মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে ৷ সভার শেষে মোদির কুশপুত্তলিকা দাহ করা হবে ৷ কারণ, যে পদ্ধতিতে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করা হয়েছে, তা সার্জিক্যাল স্ট্রাইকের সমান ৷ এই ঘটনায় গণতন্ত্র রক্ষায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর একজোট হয়ে আন্দোলন গড়ে তোলা দরকার ৷"

আরও পড়ুন:বিরোধী ঐক্য, মমতা-কেজরিওয়াল-স্ট্যালিনদের একসূত্রে বাঁধলেন রাহুল !

ABOUT THE AUTHOR

...view details