কলকাতা, 25 মার্চ: মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তড়িঘড়ি কংগ্রেস নেতা রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করা হয়েছে ৷ এই পদক্ষেপকে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে তুলনা করল সিপিআই (এমএল) লিবারেশন কেন্দ্রীয় কমিটি ৷ এই মর্মে পার্টির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠিও লিখলেন শনিবার ৷ এই ইস্যুতে একইভাবে রাজ্যভিত্তিক নানা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে পার্টির তরফে ৷ শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে জরুরি ভিত্তিতে মৌলালি মোড়ে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে (CPI(ML) beside Rahul Gandhi) ৷
ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে পার্টির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য লিখেছেন, "লোকসভা থেকে রাহুল গান্ধির সাংসদপদ খারিজ হওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক ৷ এ বিষয়ে আমাদের ক্ষোভ প্রকাশ করতে এই চিঠি লিখছি ৷ 2019 সালের নির্বাচনী প্রচারে রাহুল গান্ধির বক্তৃতার বিরুদ্ধে তাঁকে একটি ফৌজদারি মানহানির মামলায় ফাঁসানো হয়েছে ৷ গুজরাতের একটি আদালতে তাঁকে দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে তাঁর সাংসদ পদ বাতিল করা হয় ৷ এই ঘটনাকে শুধুমাত্র ভারতের সংসদীয় গণতন্ত্রের উপর একটি সার্জিক্যাল স্ট্রাইক হিসাবে বর্ণনা করা যেতে পারে ৷ মোদি-আদানি সম্পর্ক নিয়ে সংসদে প্রশ্ন তোলা হয়েছে ৷ পাশাপাশি আদানি কেলেঙ্কারির তদন্তে জেপিসি গঠনের জোরদার দাবি তুলেছে বিরোধী শিবির ৷ এর জবাবে মোদি সরকারের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া এটি ৷ এই মুহূর্তে আমরা কংগ্রেসের প্রতি আমাদের সহানুভূতি প্রকাশ করছি ৷ গণতন্ত্রের উপর এই প্রতিহিংসার রাজনীতি এবং নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়া এবং সমাবেশ করার বার্তা দিচ্ছি ৷"