চেন্নাই/তিরুবনন্তপুরম, 2 অক্টোবর: প্রয়াত হলেন প্রবীণ কমিউনিস্ট নেতা তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য কোডিয়েরি বালাকৃষ্ণণ (Kodiyeri Balakrishnan)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর (CPIM leader Kodiyeri Balakrishnan passes away)৷ শনিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ কিছুদিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷
কান্নুর জেলার থালাসেরির পাঁচবারের বিধায়ক কোডিয়েরি বালাকৃষ্ণণ ৷ ছাত্র নেতা হিসাবে রাজনীতি শুরু করে দলের পলিটব্যুরো সদস্য হন তিনি । তিনি ভিএস অচ্যুতানন্দনের মন্ত্রিসভায় কেরালার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন । 2015 সালে তিনি প্রথমবারের মতো দলের রাজ্য সম্পাদক হয়েছিলেন ৷ গত অগস্ট মাসে অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন সেই পদ থেকে ৷ তাঁর দলের সহকর্মী এবং পলিটব্যুরো সদস্য এমএ বেবি বলেছেন, তাঁর দেহ কান্নুরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সোমবার তাঁর নিজের জেলায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে ।
জরুরি অবস্থার সময় তিনি বেশ কয়েক মাস হাজতে ছিলেন । তিনি তাঁর স্ত্রী এবং দুই ছেলেকে রেখে গিয়েছেন । তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাম কর্মী ও সমর্থকদের মধ্যে ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিদেশ সফরে যাওয়ার কথা থাকলেও তিনি তাঁর সফর স্থগিত করেছেন ৷ রবিবার তিনি কোডিয়েরিকে শেষশ্রদ্ধা জানানোর জন্য কান্নুরে যাচ্ছেন ৷
আরও পড়ুন:'ভুল শুধরে' রাজ্যের সব বামপন্থী দলকে আহ্বান লিবারেশনের
প্রয়াত সিপিআইএম নেতা কোডিয়েরি বালাকৃষ্ণণ 1953 সালের 16 নভেম্বর কান্নুর জেলায় জন্মগ্রহণ করেন । তিনি কোডিয়েরি ওনিয়ান হাইস্কুল, মহাত্মা গান্ধী কলেজ, তিরুবনন্তপুরমের মাহে অ্যান্ড ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেছেন । 1970 সালে সিপিআইএম-এ যোগদান করেন তিনি । তিনি SFI-এর কেরালা স্টেট কমিটির সেক্রেটারি ছিলেন এবং 1973 থেকে 1979 সাল পর্যন্ত ছিলেন এসএফআই-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক । 1980 থেকে 1982 সাল পর্যন্ত তিনি ডিওয়াইএফআই কান্নুরের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ।