নয়া দিল্লি, 26 জানুয়ারি: রাজধানীর রাস্তায় কৃষকদের ট্রাক্টর মিছিল ঠেকাতে যেভাবে লাঠিচার্জ ও কাঁদানে গ্য়াসের সেল ফাটানো হয়েছে, তা ‘‘সমর্থনযোগ্য নয়’’৷ মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে এভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করল সিপিআইএম৷ দলের তরফে টুইট করলেন সীতারাম ইয়েচুরি৷
এদিন ট্রাক্টর মিছিল চলাকালীন দিল্লির বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারী কৃষকদের৷ তাতেও অবশ্য় দমেননি কৃষকরা৷ লালকেল্লার দখল কার্যত তাঁদের হাতেই চলে যায়৷ আইটিও-তেও পৌঁছে যান আন্দোলনকারীরা৷ বিভিন্ন দলে ভাগ হয়ে দিল্লির একের পর এক রাস্তার দখল নেন তাঁরা৷ কৃষকদের থামাতে বিভিন্ন জায়গায় লাঠিচার্জ শুরু করে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্য়াসের সেল৷