পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Israel-Hamas Conflict: গাজাকে নিয়ে রাষ্ট্রসংঘের প্রস্তাবে ভোটদানে বিরত ভারত, সমালোচনা বামেদের - সিপিএম সিপিআই বিবৃতি

শনিবার 21তম দিনে পড়েছে গাজার উপর ইজরায়েলি সেনার আক্রমণ ৷ গাজা সংক্রান্ত এক প্রস্তাবে ভারত ভোটাভুটি থেকে বিরত থাকায়, নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করল বামদলগুলি ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 4:44 PM IST

নয়াদিল্লি, 28 অক্টোবর: রাষ্ট্রসংঘে সাধারণসভায় (UNGA) আনা গাজা সংক্রান্ত মানবাধিকার প্রস্তাবে ভোটাভুটি থেকে শনিবার বিরত থেকেছে ভারত ৷ মোট 193টি সদস্য দেশের মধ্যে 120টি এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় 14টি দেশ ৷ ভোটদান থেকে বিরত থাকে ভারত-সহ 45টি দেশে ৷ গত প্রায় তিন সপ্তাহ ধরে গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর লাগাতার হামলার জেরে এই ভূ-খণ্ড যখন কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, তখন রাষ্ট্রসংঘে দেশের এই অবস্থানে অবাক বামদলগুলি ৷ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে সিপিএম ও সিপিআই ৷ রাষ্ট্রসংঘে গাজা ইস্যুতে ভারতের এই অবস্থান 'স্তম্ভিত করে দেওয়ার মতো' বলে ব্যাখ্যা করেছে বামেরা ৷

নাগরিকদের সুরক্ষা ও মানবিক-আইনি সাহায্য বহাল রাখা, এই মর্মে রাষ্ট্রসংঘে গাজাকে নিয়ে প্রস্তাবটি আনা হয়েছিল ৷ কিন্তু ভারত এই প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নেয়নি ৷ তবে বিশ্বের 120টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় তা পাশ হয়ে গিয়েছে ৷ ভারতের এই অবস্থানের সমালোচনা করে শনিবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে সিপিআইএম ও সিপিআই-এর তরফে ৷ সেখানে বলা হয়েছে, "গাজায় ইজরায়েলি হামলার প্রেক্ষিতে সেখানকার নাগরিকদের সুরক্ষা ও আইনি-মানবিক সাহায্য পৌঁছে দেওয়াকে সামনে রেখে রাষ্ট্রসংঘে আনা প্রস্তাবে ভারত যেভাবে ভোটাভুটি থেকে বিরত থেকেছে তা স্তম্ভিত করে দেওয়ার মতো ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে, নরেন্দ্র মোদি জমানায় ভারতের বিদেশনীতি মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের সহযোগিদের দ্বারা যে কতদূর প্রভাবিত এটা তারই প্রমাণ ৷ মার্কিন-ইজরায়েল-ভারতের আঁতাতকে মজবুত করতেই এই পদক্ষেপ ৷

এই দুই বামদলের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গণহত্যা চালাতে ইজরায়েলি তার বাহিনী পাঠিয়েছে ও আক্রমণের ঝাঁজ বাড়ানো হচ্ছে ৷ এদিন পাস হওয়া প্রস্তাব মেনে রাষ্ট্রসংঘকে কাজ করতে ও দুই দেশ তত্ত্ব মেনে সমাধানের পথে এগোতে আহ্বান জানিয়েছে বামদলগুলি ৷

আরও পড়ুন: হামাসের উল্লেখ নেই! রাষ্ট্রসঙ্ঘের আনা গাজা-প্রস্তাবে ভোট দিল না ভারত

শনিবার থেকে গাজায় সম্পূর্ণভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷ স্থলপথে অভিযানের ঘোষণা করে দিয়েছে ইজরায়েল ৷ ফলে আশঙ্কা করা হচ্ছে, গাজায় ক্ষয়ক্ষতি ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে ৷ গত 7 অক্টোবর সীমানা পেরিয়ে ইজরায়েলে হামলা চালায় গাজার জঙ্গি সংগঠন হামাস ৷ এর বলিদান প্রায় 1 হাজার 400 ইজরায়েলি নাগরিক ৷ এর পালটা, ওই দিন থেকেই গাজায় পালটা বিমান হানা শুরু করে ইজরায়েল, যা শনিবার 21তম দিনে পড়েছে ৷ ইজরায়েলি হানায় গাজায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই 7 হাজার 300 ছাড়িয়েছে ৷ মৃতদের মধ্যে প্রায় 3 হাজার শিশু ৷

আরও পড়ুন: ইজরায়েলি বিমানহানায় নিহত হামাসের এরিয়াল ইউনিটের প্রধান

ABOUT THE AUTHOR

...view details