নয়াদিল্লি, 28 এপ্রিল : শুরুতেই মুখ থুবড়ে পড়ল সরকারি কো উইন পোর্টাল ৷ আজ বিকেল 4টে নাগাদ হঠাৎই বিকল হয়ে যায় ওই ওয়েবসাইটটি ৷ রেজিস্ট্রেশনের সময় অনেকের কাছেই সার্ভার বিকলের একটি বার্তা আসে ৷ যদিও কোউইনের তরফে জানানো হয় ওই সমস্য়া সারানো হয়েছে ৷
আগামী মাসের 1 তারিখ থেকে 18 বছরের ঊর্ধ্বে সকলের জন্য় করোনা টিকাকরণ করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে ৷ কিন্তু তার জন্য় কো-উইন অ্য়াপে রেজিস্ট্রেশন করা বাধ্য়তামূলক বলে জানানো হয়েছে ৷ আজ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ৷ কিন্তু আজই হঠাৎ করে সার্ভার সমস্য়া দেখা দেওয়ায় অনেকেই নিজের নাম নথিভুক্ত করতে পারেননি বলে জানা গেছে ৷