জয়পুর, 12 জুন : জৈব চাষের লক্ষ্যে কুয়েতে 192 মেট্রিক টন গোবর রফতানি করছে ভারত । ভারতের অর্গানিক ফার্মার প্রডিউসার অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি ডঃ অতুল গুপ্ত ইটিভি ভারতকে জানিয়েছেন, তাঁরা কুয়েত থেকে সম্প্রতি এই অর্ডার পেয়েছেন (Cow dung exported from india to kuwait)।
শুল্ক বিভাগের তত্ত্বাবধানে জয়পুরের টঙ্ক রোডে অবস্থিত শ্রীপিঞ্জরাপোল গোশালার সানরাইজ অর্গানিক পার্কে প্রাকৃতিক সার হিসেবে গোবরের প্যাকেজিং করা হচ্ছে । প্রথম ধাপে আগামী 15 জুন সেগুলি কনকপুরা রেলওয়ে স্টেশন থেকে পাঠানো হবে । সেখান থেকে সেগুলি গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছবে । তারপরে কুয়েতে পাঠানো হবে (Indian Organic farming in Foreign) ।
প্রাণীজ খাদ্য ও পণ্য রফতানি ভারতীয় কৃষি সংক্রান্ত ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ । যে প্রাণীজ পণ্যগুলি রফতানি হয়, তার মধ্যে রয়েছে মাংস, পোল্ট্রি পণ্য, পশুর চামড়া, দুধ ও দুগ্ধজাত পণ্য, মধু ইত্যাদি । 2020-21 সালে 27,155.56 কোটি টাকার পশু পণ্য রফতানি করেছে ভারত । সম্প্রতি জৈব সারের চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় গোবরও রফতানি হচ্ছে ।