ভোপাল, 14 নভেম্বর: অর্থনীতিতেও এ বার গো-টোটকা । গরু, গোবর এবং গোমূত্র, রাজ্য তো বটেই, গোটা দেশের অর্থনীতি মজবুত করতে হলে, এ ছাড়া গতি নেই বলে মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । সরকার তো বটেই, দেশের সাধারণ মানুষকেও এ ব্যাপারে উদ্যোগী হতে হবে বলে মত তাঁর ।
শনিবার ভোপালে মহিলা পশু চিকিৎসকদের নিয়ে ভারতীয় পশুচিকিৎসক সংগঠনের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিবরাজ । সেখানে তিনি জানান, সরকার গোশালা তৈরি করেছে । কিন্তু তাতে সমাজের সার্বিক যোগদান সমান ভাবে জরুরি । তবেই গো-নির্ভর অর্থনীতি গড়ে উঠবে ।
আরও পড়ুন:Journalist Murder : মধুবনীতে ঝোপে তরুণ সাংবাদিকের দগ্ধ দেহ, ভুয়ো ক্লিনিকের বিরুদ্ধে খবরের জের ?
গো-নির্ভর অর্থনীতির টোটকা ব্যাখ্যা করতে গিয়ে শিবরাজ বলেন, ‘‘চাইলে গরুর মাধ্যমেই নিজস্ব অর্থনীতি গড়ে তুলতে পারি আমরা ৷ গরু, গোবর এবং গোমূত্রে ভর করে আর্থিক ভাবে সক্ষম হয়ে উঠতে পারে দেশও ৷ মধ্যপ্রদেশের শ্মশানে তার সূচনাও হয়ে গিয়েছে ৷ গোবর দিয়ে গোকাষ্ঠ তৈরি করা হচ্ছে, শবদেহ দাহ করতে যা ব্যবহার করা হচ্ছে ৷ এর ফলে কমছে কাঠের ব্যবহার ৷’’
শনিবারের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় পশুপালন, মৎস্যচাষ এবং দুগ্ধমন্ত্রী পুরুষোত্তম রুপালাও ৷ তিনি যুক্তি দেন, গুজরাতের গ্রামাঞ্চলে মহিলারা গোপালনের সঙ্গে যুক্ত ৷ তাতে দুগ্ধশিল্পের উন্নয়ন হয়েছে ৷ তাই মহিলা পশু চিকিৎসকদের জন্য বিশেষ গো-হস্টেল তৈরির পরামর্শও দেন তিনি, যাতে পাশ করার পর ওই ক্যাম্পাসে থেকে গো-সেবায় যুক্ত হতে পারেন তাঁরা ৷ এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার তাঁদের সবরকম ভাবে সাহায্য করতে পারে ৷
আরও পড়ুন:Gadchiroli Encounter : গড়চিরৌলিতে নিহত শীর্ষ মাওবাদী নেতা মিলিন্দ তেলতুম্বে