নয়াদিল্লি, 27 মার্চ : সিরামের আরও একটি ভ্য়াকসিনের ট্রায়াল শুরু হল আজ ৷ নাম কোভোভ্য়াক্স ৷ সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, অ্য়ামেরিকান ভ্য়াকসিন প্রস্তুতকারক সংস্থা নোভাভ্য়াক্সের সঙ্গে যৌথ উদ্য়োগে কোভোভ্য়াক্স ভ্য়াকসিন প্রস্তুত করা হয়েছে ৷
আদর পুনাওয়ালা আগেই জানিয়েছিলেন, কোভোভ্য়াক্স টিকাটি চলতি বছরের জুন মাসে বাজারে আনা হবে ৷ কিন্তু আজ বিকালে টুইট করে তিনি জানিয়েছেন, ওই টিকাটি চলতি বছরের সেপ্টম্বরে বাজারে আনা হবে ৷ ইতিমধ্যে ব্রিটেনে ট্রায়াল শুরু করা হয়েছে ৷ 89.3 শতাংশ মানুষের মধ্য়ে টিকা কার্যকর হয়েছে ৷ করোনার ব্রিটেন স্ট্রেন এবং আফ্রিকান স্ট্রেনের উপর ওই টিকা বিশেষভাবে কার্যকরী বলে দাবি আদর পুনাওয়ালার ৷