পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা টিকা কোভোভ্য়াক্সের ট্রায়াল শুরু ভারতে - করোনা টিকা

সিরামের আরও একটি করোনা টিকা বাজারে আসতে চলেছে ৷ যার নাম কোভোভ্য়াক্স ৷ আজ থেকে সেটির ট্রায়াল শুরু হল ভারতে ৷

Covovax
প্রতীকী ছবি

By

Published : Mar 27, 2021, 6:24 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ : সিরামের আরও একটি ভ্য়াকসিনের ট্রায়াল শুরু হল আজ ৷ নাম কোভোভ্য়াক্স ৷ সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, অ্য়ামেরিকান ভ্য়াকসিন প্রস্তুতকারক সংস্থা নোভাভ্য়াক্সের সঙ্গে যৌথ উদ্য়োগে কোভোভ্য়াক্স ভ্য়াকসিন প্রস্তুত করা হয়েছে ৷

আদর পুনাওয়ালা আগেই জানিয়েছিলেন, কোভোভ্য়াক্স টিকাটি চলতি বছরের জুন মাসে বাজারে আনা হবে ৷ কিন্তু আজ বিকালে টুইট করে তিনি জানিয়েছেন, ওই টিকাটি চলতি বছরের সেপ্টম্বরে বাজারে আনা হবে ৷ ইতিমধ্যে ব্রিটেনে ট্রায়াল শুরু করা হয়েছে ৷ 89.3 শতাংশ মানুষের মধ্য়ে টিকা কার্যকর হয়েছে ৷ করোনার ব্রিটেন স্ট্রেন এবং আফ্রিকান স্ট্রেনের উপর ওই টিকা বিশেষভাবে কার্যকরী বলে দাবি আদর পুনাওয়ালার ৷

আরও পড়ুন-বিলগ্নিকরণ অথবা বন্ধ করা হবে, এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ স্পষ্ট করল কেন্দ্র

টুইটে তিনি লেখেন, " কোভ্য়াক্সের টিকার ট্রায়াল শুরু করা হয়েছে ৷ নোভাভ্য়াক্স ও সিরামের সঙ্গে যৌথভাবে ওই টিকা বানানো হয়েছে ৷ আশাকরি 2021 সালের সেপ্টেম্বরের মধ্য়ে এই টিকাটি বাজারে পাওয়া যাবে ৷ "

অ্য়াসট্রোজেনেকার পর এটা এমন একটা ভ্য়াকসিন যা মূলত দুটি সংস্থার যৌথ উদ্য়োগে প্রস্তুত করা হচ্ছে ৷ যদিও এর আগে ইউরোপের দেশগুলি অ্য়াস্ট্রোজেনেকা নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছিল ৷ তবে ওই টিকা সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছে ভারত সরকারের একটি উচ্চপর্যায়ের বোর্ড ৷

ABOUT THE AUTHOR

...view details