পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির 75টি হাসপাতালে কোভিশিল্ড, 6টি হাসপাতালে কোভ্যাকসিন দেওয়া হবে - দিল্লির 75টি হাসপাতালে কোভিশিল্ড দেওয়া হবে

রাত পোহালেই কোরোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে দেশজুড়ে ৷ দিল্লিতে আপাতত 81টি সেন্টারে শুরু হবে টিকাকরণের কাজ ৷ দিল্লিকে 2 লক্ষ 74 হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

Covishield will be administered at 75 hospitals, COVAXIN at 6
দিল্লির 75টি হাসপাতালে কোভিশিল্ড, 6টি হাসপাতালে কোভ্যাকসিন দেওয়া হবে

By

Published : Jan 15, 2021, 7:54 PM IST

দিল্লি, 15 জানুয়ারি: রাত পোহালেই কোরোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে দেশজুড়ে৷ তার আগে শুক্রবার দিল্লি সরকার জানাল যে সেখানকার 75টি সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিশিল্ড দেওয়ার কাজ চলবে৷ আর 6টি কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতাল থেকে দেওয়া হবে কোভ্যাকসিন৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান যে একটি হাসপাতালে একটিই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা থাকছে৷ যাতে দুটো ভ্যাকসিন মিশে না যায় তার জন্য এই ব্যবস্থা৷ কারণ, দ্বিতীয়বার আবার ভ্যাকসিন নিতে হবে একই ব্যক্তিতে৷ তাই ভ্যাকসিন মিশে গেলে সমস্যা তৈরি হতে পারে৷

প্রথমদিন প্রতিটি সেন্টারে 100 জন করে ভ্যাকসিন নেবেন ৷ এর পর সপ্তাহে চারদিন ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে৷ ওই চারদিন হল সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার৷ দিল্লিকে 2 লক্ষ 74 হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ তবে 10 শতাংশ নষ্ট হতে পারে এই হিসেব কষেই টিকাকরণের কাজের পরিকল্পনা করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

তিনি জানিয়েছিলেন যে আপাতত 81টি সেন্টারে শুরু হবে টিকাকরণের কাজ৷ তার পর এই সংখ্যাটা বাড়িয়ে 175 করা হবে৷ পরে দিল্লিতে টিকাকরণ সেন্টারের সংখ্যা করা হবে 1 হাজার৷

আরও পড়ুন :কোরোনা টিকাকরণের নিয়মবিধি, রাজ্যগুলিকে রুলবুক পাঠাল কেন্দ্র

ভারত সরকার দুটি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে৷ তার মধ্যে একটি কোভ্যাকসিন৷ তা তৈরি করেছে ভারতীয় সংস্থা ভারত বায়োটেক৷ আর দ্বিতীয়টি কোভিশিল্ড৷ এই ভ্যাকসিন আবিষ্কার করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকা৷ ওই ভ্যাকসিন ভারতে তৈরির বরাত পেয়েছে সেরাম ইনস্টিটিউট৷

ABOUT THE AUTHOR

...view details