পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্যগুলির জন্য কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতি ডোজ় 400 টাকা, কিনতে পারবে বেসরকারি হাসপাতালও

সিরামের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশি প্রতিটি টিকার একটি ডোজ়ের দাম সাড়ে 700 টাকা থেকে দেড় হাজার টাকার মধ্য়ে ৷ কিন্তু সিরামের তৈরি ভ্য়াকসিন অনেকটা কম দামে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি ৷

Covishield
Covishield

By

Published : Apr 21, 2021, 2:49 PM IST

নয়াদিল্লি, 21 এপ্রিল : রাজ্য় সরকারগুলিকে 400 টাকা দরে এবং বেসরকারি হাসপাতালকে 600 টাকা দরে কোভিশিল্ড টিকা বিক্রি করবে সিরাম ইন্সটিটিউট ৷ সংস্থার তরফ থেকে আজ এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও কেন্দ্রীয় সরকারকে 150 টাকা দরে ভ্য়াকসিন বিক্রি করবে সংস্থাটি ৷ এদিকে আগামী মাসের 1 তারিখ থেকে 18 বছরের ঊর্ধ্বে সকলের জন্য় টিকাকরণ শুরু হতে চলেছে ৷

সিরামের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশি প্রতিটি টিকার একটি ডোজ়ের দাম সাড়ে 700 টাকা থেকে দেড় হাজার টাকার মধ্য়ে ৷ কিন্তু সিরামের তৈরি ভ্য়াকসিন অনেকটা কম দামে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি ৷

আরও পড়ুন- 1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন

সংস্থার তরফে জানানো হয়েছে, যে পরিমাণ টিকা উৎপাদন হবে তার 50 শতাংশ কেন্দ্রীয় সরকারের জন্য় বরাদ্দ থাকবে ৷ এবং বাকি 50 শতাংশ রাজ্য় সরকার ও বেসরকারি হাসপাতালগুলিতে দেওয়া হবে ৷ এই প্রসঙ্গে বলা হয়েছে, 1 মে থেকে 18 বছর বয়সের উপরে সকলকে করোনা টিকা দেওয়ার জন্য় অতিরিক্ত 1.2 মিলিয়ন টিকার অতিরিক্ত প্রয়োজন পড়বে ৷

একটি ইংরেজি সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সিরাম ইন্সটিটিউটের প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন, জুলাই থেকে প্রতিমাসে 100 মিলিয়ন করোনা ভ্য়াকসিনের ডোজ় উৎপাদন করবে সিরাম ৷

ABOUT THE AUTHOR

...view details