নয়াদিল্লি, 27 নভেম্বর: বিপদের আঁচ পেয়ে জরুরি ইতিমধ্যেই জরুরি বৈঠক করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । কিন্তু করোনার নয়া রূপ ওমিক্রন-কে (COVID Variant Omicron) ঘিরে উদ্বেগ বাড়লেও, গত দু’দিনে ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে আসা কোনও বিদেশি নাগরিকের শরীরে এই সংক্রমণ ধরা পড়েনি বলে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে জানানো হল ।
দক্ষিণ আফ্রিকায় করোনার বিবর্তিত রূপ ওমিক্রন, বিজ্ঞানসম্মত নাম বি.1.1.529, (COVID Variant B.1.1.529) ধরা পড়ার পরই দেশের সমস্ত বিমানবন্দরে বিদেশি যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছিল কেন্দ্র ৷ বৃহস্পতিবার থেকে সেই নিয়ম চালু হয় ৷ দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা এবং হংকং, এই তিন দেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় ৷
আরও পড়ুন:Narendra Modi in COVID Meeting: ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ, মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখায় জোর মোদির
কিন্তু দিল্লি বিমানবন্দরে যাত্রীদের করোনা পরীক্ষার দায়িত্বে থাকা ডায়গনস্টিক সেন্টার জেনেস্ট্রিংস ডায়গনস্টিক সেন্টার জানিয়ছে, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনে করোনা পরীক্ষা চলছে ৷ তবে এখনও পর্যন্ত কারও শরীরে ওমিক্রন মেলেনি বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা গৌরী আগরওয়াল ৷
এর আগে, শুক্রবার 50 শতাংশ যাত্রী নিয়ে আন্তর্জাতিক উড়ান পরিষেবা (International Flight Services) পুনরায় স্বাভাবিক করার ঘোষণা করে কেন্দ্র ৷ কিন্তু শনিবার জররি বৈঠকে এই সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখার সুপারিশ করেছেন মোদি ৷ তাঁর মতে, এই সময় পরিস্থিতিত মোটেই হালকা ভাবে নেওয়া উচিত নয় ৷ বরং মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নয়া রূপকে আটকানোয় সক্রিয় ভূমিকা পালন করতে হবে সকলকে ৷
আরও পড়ুন:New Covid-19 Variant Omicron : দক্ষিণ আফ্রিকায় মিলল করোনার আরও ভয়ঙ্কর রূপ ওমিক্রন, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
শুধু ভারতই নয়, করোনার নয়া রূপ ঘিরে আতঙ্ক অন্যান্য দেশেও ৷ ব্রিটেন, জার্মানি. সিঙ্গাপুর, ইজরায়েল, ফ্রান্স এবং ইটালির মতো দেশও আপাতত দক্ষিণ আফ্রিকার সঙ্গে উড়ান সংযোগ বন্ধ রেখেছে ৷ করোনার না রূপের প্রকোপে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসয়ানা, চিন, মরিসাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং এবং ইজরায়েলের মতো দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় (Countries with Risk of Omicron) রেখেছে ভারতও ৷