পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 7, 2021, 12:22 PM IST

ETV Bharat / bharat

Covid Vaccine : দেশে দৈনিক টিকার উৎপাদন আড়াই লক্ষ থেকে বেড়ে 40 লক্ষ

লক্ষ্য সার্বিক টিকাকরণ ৷ আর সেই কারণেই দেশে দৈনিক কোভিড টিকার উৎপাদন আড়াই লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে 40 লক্ষ ৷ পাশাপাশি চলছে 18 বছরের কম বয়সীদের টিকার ট্রায়ালও ৷ জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ড. ভারতী প্রবীণ পাওয়ার ৷

COVID vaccine production ramped up to 4 lakh doses per day: MoS Health
Covid Vaccine : দেশে দৈনিক টিকার উৎপাদন আড়াই লক্ষ থেকে বেড়ে 40 লক্ষ

নয়াদিল্লি, 7 অগস্ট : সার্বিক টিকাকরণের লক্ষ্যে দেশে করোনা টিকার দৈনিক উৎপাদনের পরিমাণ 2 লক্ষ 50 হাজার থেকে বাড়িয়ে 40 লক্ষ করা হয়েছে ৷ শুক্রবার একথা জানান স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ড. ভারতী প্রবীণ পাওয়ার (Dr Bharati Pravin Pawar) ৷ একইসঙ্গে তিনি জানান, নাবালকদের কোভিড টিকার ট্রায়ালও পুরো দমে চলছে ৷ টিকার উৎপাদন বৃদ্ধি প্রসঙ্গে ভারতী বলেন, ‘‘প্রাথমিকভাবে গোটা দেশে রোজ প্রায় 2 লক্ষ 50 হাজার করোনা টিকা উৎপাদন করা হচ্ছিল ৷ এখন তা বাড়িয়ে 40 লক্ষ করা হয়েছে ৷ আমাদের আশা, উৎপাদন বৃদ্ধি পাওয়ায় টিকাকরণ আরও ভালভাবে করা সম্ভব হবে ৷’’

আরও পড়ুন :Covid Update in India : একদিনে 6 হাজার কমল দৈনিক সংক্রমণ

রাষ্ট্রমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই দেশে টিকাকরণের কাজ 50 কোটির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৷ এটা অত্যন্ত গর্বের বিষয় বলেই মনে করেন ভারতী ৷ তিনি জানান, করোনা রুখতে টিকাকরণ অত্যন্ত জরুরি ৷ এটা মানুষকে বোঝাতে হবে ৷ এক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা যে সবথেকে গুরুত্বপূর্ণ, তাও বলেন তিনি ৷ সংবাদমাধ্যমের মাধ্যমেই সকলকে টিকা নেওয়ার বার্তা দেন ৷ ভারতী জানান, দেশের প্রতিটি নাগরিক যাতে করোনার টিকা পান, তার জন্য প্রতি নিয়ত চেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ নাবালক ও শিশুদেরও যাতে দ্রুত টিকা দেওয়া যায়, তারও প্রস্তুতি চলছে ৷ জোর কদমে চলছে 18 বছরের কম বয়সীদের টিকার ট্রায়াল ৷

আরও পড়ুন :কোভিড টিকা নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দেবেন না, বিরোধীদের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কার্যকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা-সহ অন্যান্য মানদণ্ড মাথায় রেখেই করোনার টিকা তৈরি করা হয়েছে ৷ নাবালকদের টিকার ট্রায়াল চলাকালীন তাদের সুরক্ষার বিষয়টি সবার আগে নিশ্চিত করা হয়েছে ৷ 18 বছরের কম বয়সীদেরও যাতে দ্রুত টিকা দেওয়া যায়, সরকার সবরকমভাবে তার চেষ্টা করছে ৷ করোনাকালে সংবাদমাধ্যম যেভাবে কাজ করেছে এবং করছে, তারও ভূয়সী প্রশংসা করেছেন ভারতী ৷ তিনি জানান, সাংবাদিকরা নিজেদের জীবন বাজি রেখে খবর সংগ্রহ করতে যাচ্ছেন ৷ তাই কেন্দ্রীয় সরকার সবসময়ে তাঁদের পাশে রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details