দিল্লি, 28 ফেব্রুয়ারি: বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে করোনা টিকার দাম 250 টাকার মধ্য়েই থাকবে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে । তবে সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে বলে জানানো হয়েছে ।
সোমবার থেকে ষাটোর্ধ্ব সবাইকে ও 45 বছরের ঊর্ধ্বে অসুস্থদের টিকাকরণ শুরু হচ্ছে । মানুষই তাঁদের টিকাকরণ কেন্দ্র ঠিক করতে পারবেন । সরকারের CoWIN 2.0 পোর্টাল ও আরোগ্য সেতুর মাধ্যমে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যেতে পারে । এ ছাড়াও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারেন সাধারণ মানুষ। টিকার বিষয়ে প্রচার চালানোর জন্য রাজ্য সরকারগুলিকেও সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে ।