নয়াদিল্লি, 25 ডিসেম্বর : বড়দিনের দিন বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আগামী বছর 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকাকরণ (Covid vaccine for 15 to 18 Years ) প্রক্রিয়া শুরু হবে বলে শনিবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷
এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী আরও জানান আগামী বছর 10 জানুয়ারি থেকে করোনার 'প্রিকশন ডোজ' দেওয়া হবে দেশে ৷ প্রথমে এই ডোজ পাবেন কো-মর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব নাগরিকরা এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ৷ তবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়ার জন্য চিকিৎসকদের প্রেসক্রিপশন দেখাতে হবে ৷
প্রধানমন্ত্রী এদিন করোনা মোকাবিলায় প্রিকশন ডোজ'-এর কথা বললেও চিকিৎসক মহল বিষয়টিকে বুস্টার ডোজ হিসেবেই দেখছে ৷ প্রধানমন্ত্রীর এদিনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা ৷ জানা গিয়েছে, দেশে 18 বছরের কমবয়সিদের কোভিড টিকাকরণের জন্য ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, করোনা মোকাবিলায় বিশ্বের প্রথম ন্যাজাল ও ডিএনএ ভ্যাকসিন ভারতে দেওয়া শুরু হবে ৷