নয়াদিল্লি, 16 জানুয়ারি : ভারতে করোনার টিকাকরণের একবছর পূর্ণ হল আজ (India Complete One Year of Covid Vaccination Drive) ৷ এই দিনেই স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের করোনার টিকা দেওয়ার মধ্যে দিয়ে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ আর সাফল্যের সঙ্গে টিকাকরণের একবছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ৷
এদিন করোনার টিকাকরণের একবছর পূর্তি উপলক্ষে মোদি জানান, ভারতের এই টিকাকরণ অভিযান করোনার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করেছে (Modi on one year of Covid vaccination) ৷ তিনি বলেন, ‘‘আজকে আমরা টিকাকরণ অভিযানের একবছর পূরণ করলাম ৷ সেই সকল ব্যক্তিকে আমার কুর্নিশ, যাঁরা এই টিকাকরণ অভিযানে সহায়তা করেছেন ৷ এই টিকাকরণ অভিযান করোনার বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও শক্তিশালী করেছে (Covid Vaccination Drive Added Strength to Fight Against Covid) ৷ মানব জীবনকে বাঁচাতে এবং জনজীবনকে সচল রাখতে এটি আমাদের সাহায্য করেছে ৷’’
এখানেই থামেননি মোদি ৷ করোনার টিকাকরণের একবছর উপলক্ষ্যে পরপর চারটি টুইট করেছেন তিনি (One Year of COVID Vaccination) ৷ প্রধানমন্ত্রী তাঁর দ্বিতীয় টুইটে লেখেন, ‘‘প্রথম যখন করোনা অতিমারি আমাদের আঘাত করল, আমরা এই ভাইরাস সম্পর্কে বিশেষ কিছুই জানতাম না ৷ তা সত্ত্বেও আমাদের বিজ্ঞানী এবং গবেষকরা এর প্রতিষেধক তৈরি করার জন্য ব্রতী হয়েছিলেন ৷ টিকার মাধ্যমে এই অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশ অবদান রাখতে পেরেছে, তার জন্য ভারত গর্বিত বোধ করছে ৷’’
মোদি তাঁর তিন নম্বর টুইটে দেশের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন (Narendra Modi Congratulate Doctors and Healthcare Workers) ৷ তাঁদের ভূমিকার প্রশংসা করে তিনি জানান, দেশ তাঁর চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে গর্বিত বোধ করে ৷ তিনি বলেন, ‘‘একই সঙ্গে আমাদের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ভূমিকাও অসাধারণ ৷ যখন আমরা দেখি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের লোকজন টিকা নিচ্ছেন, অথবা স্বাস্থ্যকর্মীরা সেখানে টিকা নিয়ে পৌঁছে যাচ্ছেন ৷ সেই দৃশ্য দেখে আমরা হৃদয় থেকে গর্ব অনুভব করি ৷’’