নয়াদিল্লি, 9 অগস্ট : এবার থেকে হোয়াটস্অ্যাপেই মিলবে করোনা টিকার শংসাপত্র । আর তাও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই । রবিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য । এতদিন পর্যন্ত টিকা নেওয়ার পর, কোউইন পোর্টালে গিয়ে লগ ইন করে টিকাকরণের শংসাপত্র ডাউনলোড করতে হত । কিন্তু এবার থেকে আর এত ঝক্কি থাকছে না । শুধুমাত্র কয়েকটি সহজ ধাপ পেরোলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে আসবে টিকাকরণের শংসাপত্র ।
Vaccination Certificate : এখন থেকে হোয়াটসঅ্যাপেই পাবেন টিকাকরণের শংসাপত্র, জানুন কীভাবে - করোনা টিকার শংসাপত্র
এখন থেকে টিকাকরণের শংসাপত্রের জন্য আর কোউইন পোর্টালে যাওয়ার দরকার নেই । নিজের হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন টিকা নেওয়ার শংসাপত্র । কীভাবে ?
প্রতীকী ছবি
হোয়াটসঅ্যাপে কীভাবে পাবেন করোনা টিকার শংসাপত্র ?
- প্রথমে আপনাকে একটি নম্বর মোবাইলে সেভ করে নিতে হবে । নম্বরটি হল +91 9013151515 ।
- তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরটিতে একটি পাঠাতে হবে Covid certificate ।
- এরপর ওটিপি-টি টাইপ করতে হবে ।
- ব্যস । আর কোনও ঝঞ্ঝাট নেই । 30 সেকেন্ডের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপে করোনা টিকাকরণের রিপোর্ট এসে যাবে ।
কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর । টুইটারে তিনি লিখেছেন, "সরকার যখন কোনও ভাল কাজ করে, তখন আমি সবসময় তার প্রশংসা করেছি । কোউইনের একজন সমালোচক হিসেবে আমি বলব হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে টিকাকরণের শংসাপত্র ডাউনলোড করার এই পদ্ধতি অনেক সহজ এবং দ্রুত ।"