পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Omicron Scare in India : বদলাচ্ছে ভ্যারিয়্যান্টের চরিত্র, টিকার কার্যকারিতা নিয়ে আশঙ্কায় কোভিড টাস্ক ফোর্স প্রধান - COVID Task Force Chief VK Paul on Vaccine Modificaiton

দিনে দিনে নতুন ধরনের ভ্যারিয়্যান্টের খোঁজ মিলছে ৷ আর প্রশ্ন উঠছে আদৌ এই ভ্যাকসিনেশনে রক্ষা পাবে তো সাধারণ মানুষ ? কী বললেন দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান (Dr VK Paul on Vaccine Platform) ?

Dr VK Paul
ভি কে পাল

By

Published : Dec 15, 2021, 10:46 AM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর : কোভিড-19-এর বদলাতে থাকা ধরনের সঙ্গে 'দ্রুত অভিযোজন' ক্ষমতাসম্পন্ন একটা ভ্যাকসিন প্ল্যাটফর্ম থাকা উচিত ভারতে, জানালেন কোভিড টাস্ক ফোর্স-এর প্রধান ভি কে পাল ৷ সিআইআই আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "ভারতে কোভিড-19 হয়তো এনডেমিসিটি-র দিকে এগিয়ে চলেছে ৷ অর্থাৎ হালকা অথবা মাঝারি মানের সংক্রমণ চলতে থাকবে (COVID Task Force Chief VK Paul on Vaccine Modificaiton) ৷"

দেশের বেশ কিছু রাজ্যে ওমিক্রন সংক্রমণের সন্ধান মিলেছে ৷ এর মধ্যে দেশের চলতে থাকা টিকাকরণ প্রসঙ্গে তিনি বলেন, "এমন একটা সময় আসতে পারে, যখন আমাদের ভ্যাকসিনগুলো আর কাজ করবে না ৷ বিগত 3 সপ্তাহ ধরে দেশে ওমিক্রন সংক্রমণ চলছে ৷ এনিয়ে নানাবিধ সন্দেহ তৈরি হয়েছে, হতে পারে যে তার মধ্যে কিছু সত্যি ৷ এখনও অবধি আমরা কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি ৷" তবে বদলাতে থাকা ভ্যারিয়্যান্টগুলির সঙ্গে টিকে থাকতে গেলে দেশে একটা ভ্যাকসিন প্ল্যাটফর্ম জরুরি, জানান নীতি আয়োগ-এর সদস্য (Niti Aayog member) ৷

আরও পড়ুন : DGCA new circulation amid Omicron : ওমিক্রন প্রবণ দেশ থেকে ফিরছেন ? কলকাতা-সহ ছ'টি বিমানবন্দরে বাধ্যতামূলক আরটি-পিসিআর প্রি-বুকিং

তিনি বলেন, "এই প্ল্য়াটফর্মে পরিস্থিতি অনুযায়ী ভ্যাকসিনেও পরিবর্তন আনতে হতে পারে ৷ তার জন্য আমাদের সব সময় তৈরি থাকতে হবে ৷ প্রতি 3 মাসে না হলেও, প্রত্যেক বছরে এটা হতে পারে ৷"

কোভিড-19 সংক্রমণকে হালকা ভাবে নিলে চলবে না ৷ ভিকে পাল বলেন, "প্যানডেমিক এখনও যায়নি ৷ আশা করছি, হয়তো আমরা এনডেমিসিটির দিকে চলেছি, কিন্তু তাও আমাদের অনিশ্চয়তার সঙ্গে লড়তে হবে ৷ সম্ভবত, একটা কম ক্ষতিকর রোগ, যা আমরা সামলাতে পারব ৷"

তবে নতুন কোন প্যানডেমিক যে আসবে না, তেমনটা নয়, জানান তিনি ৷ পাল বলেন, "আসন্ন ভবিষ্যতে নতুন একটা প্যানডেমিক আসতেই পারে ৷" একটি অঞ্চলে বসবাসকারী মানুষ যখন একটি ভাইরাসের সঙ্গে খাপ খাইয়ে নেয়, তখন তাকে এনডেমিক বলে ৷ তবে এটা এপিডেমিকের থেকে আলাদা ৷ কারণ এপিডেমিকে খুব অল্প সময়ের মধ্যে একটি বিশাল অঞ্চলের সবাই আক্রান্ত হয় ৷ ওমিক্রনের ক্ষেত্রে, এখনও পর্যন্ত 60টি দেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) একে 'দুশ্চিন্তাজনক ভ্যারিয়্যান্ট'-এর তালিকাভুক্ত করেছে ৷

আরও পড়ুন : WHO on Omicron : ওমিক্রনের সংক্রমণ ছাপিয়ে যেতে পারে ডেল্টাকেও, সতর্কবার্তা হু-এর

ABOUT THE AUTHOR

...view details