যোধপুর, 12 মে : করোনা আক্রান্ত আশারাম বাপু যোধপুরের এমস এ চিকিৎসাধীন ৷ 7 মে এমজিএইচ হাসপাতাল থেকে আশারামকে স্থানান্তরিত করা হয় যোধপুরের এআইআইএমস-য়ে ৷ সেখানে আইসিসিইউ-তে ভর্তি আছেন তিনি ৷ প্রথমদিন থেকেই তিনি স্থিতীশীল ৷ কিন্তু ওই হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি এবং ওয়ার্ডে রোগী মৃত্যুর সংখ্যার বেড়ে চলার কারণে আতঙ্কিত হয়ে পড়েন আশারাম ৷ নিজে সুস্থ থাকার কারণে তিনি নিজের বেডে বসে থেকেই পুরো ওয়ার্ডের পর্যবেক্ষণ করছিলেন ৷
হাসপাতাল সূত্রের খবর, ওয়ার্ডে কোনও নতুন রোগী আসলে অথবা কারুর মৃত্যু ঘটলে আশারাম কর্মরত নার্সদের কাছে জানতে চাইতেন কী হয়েছে? ওনার আশেপাশে থাকা আশঙ্কাজনক কোনও রোগী, যাঁকে অক্সিজেন দিতে হচ্ছে এমন লোকজনকে দেখে ভীত আশারাম মঙ্গলবার তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করার আবেদন জানিয়েছিলেন ৷ সেই কারণেই তাঁকে নিকটবর্তী হাসপাতালের আইসিইউ-তো স্থানান্তর করা হয় ৷ যেখানে পরিস্থিতি তুলনামুলক স্থিতিজনক ৷